বর্ণ দিয়ে মানুষ বিচার কতটুকু যুক্তিসঙ্গত.....কিন্তু এই বিচারিক কাজটা আমাদের জন্মের পর থেকেই আমাদের ভেতরে ঢুকে পড়ে....
বাহ্যিক চামড়া সাদা কালোতে কি আসে যায়????
যাদের চামড়া সাদা তাহলে তারা কেনো এতো সমাদৃত আর আমার চোখ ই বা কেনো সাদা চামড়ার দিকে বেশী আকৃষ্ট???
আমি জানি না এর রহস্য কি???
যারা কালো তাদের কি পৃথিবীতে চাহিদা কম????
অনেকেই তো আছে বাহ্যিক চামড়া কালো কিন্তু অন্তর টা দুধের ন্যায় সাদা......
আবার বাহ্যিক চামড়া সাদা কিন্তু অন্তরটা ঠিক পঁচা ফসিলের মতো????
বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ভেতরের সৌন্দর্যটাই আসল কিন্তু আমরা নকলের পেছনে ছুটি কেনো........
শুনেছি পতীতা পল্লীতেও না কি সাদা চামড়ার পতিতাদের কদর বেশী.......
বাহ্যিক চামড়া যদি সব হয় তাহলে তো আমি পৃথিবীর কুৎসিত দের মধ্যে একজন.....
এই বাহ্যিক সাদা কালোর প্রতিযোগীতায় আমিও নেমে পড়েছি কয়েক ধরনের স্নো,পাউডার,ফেইস ওয়াশ নিয়ে......দেখে কি হয়......
আচ্ছা ভেতর সাদা বা পরিস্কার করার কি কোনো ক্রিম,পাউডার বা অন্তর ওয়াশের লিকুইট আছে????
কারো জানা থাকলে Suggest করেন আমি আমার অন্তর টাও সাদা করি..........
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ দুপুর ২:৫৭