★মেঘ দে পানি দে★
অবসর সময়,লেখা পড়ার চাপ নাই বললেই চলে তার উপর অসহ্যনীয় গরম..........রাতে দেরী হয় ঘুমাতে...
খুব সকালেই বিদ্যুৎ বিভ্রাটের কারণে আর IPS এ চলা পাখার গড় গড় শব্দে ঘুমটা অকালেই মৃত্যুবরণ করে.........
উঠে একজনের সাথে দেখা করি তারপর গোসল করে সকালের নাস্তা সম্পন্ন করে ভার্চুয়াল জগতে মজে যাওয়া.......কখন ঘুমিয়েছি বলতে পারবো না.....
১২টার দিকে বাড়ির গেটে হৈ চৈ আবার ঘুম শেষ "আল্লাহ মেঘ দে, পানি দে,ছায়া দে রে আল্লাহ্ এই ধ্বনিতে"......
একদল বাচ্চা ছেলে মেয়ে তাদের শরীরে কাঁদা-মাটি আর ছাঁই মেখে বাড়ি বাড়ি গিয়ে চাল তুলছে যেনো বৃষ্টি দেয় আল্লাহ্.........
আমাদের বাসা থেকেও দেয়া হলো.....
যদিও বিশ্বাস করি না তবুও মনে হয় তাদের এই কাজ হয়তো বৃথা যাবে না আর অতিশীঘ্রই বৃষ্টি নামবে..........
আবার শুনলাম বৃষ্টির জন্য না কি ব্যাঙের বিবাহ দেয় হয় যদিও কখনো দেখি নি........
যদিও গ্রামীণ সভ্যতা এবং রীতিনীতি গুলো শহুরে অট্টালিকার ভীড়ে প্রায় ধ্বংসের মুখে তবুও মাঝে মাঝে এমন কর্মকান্ড গুলা আসলেই মনে করিয়ে দেয় আগের কথা......
আমিও ঐ শিশুদের মতো রইলাম বৃষ্টির অপেক্ষায়.................
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ বিকাল ৫:২৭