বাংলাদেশের তথা বাংলাসঙ্গীত ভুবনের এক উজ্জ্বলতম নক্ষত্রের নাম কুমার বিশ্বজিৎ। তাকে নিয়ে তৈরি হওয়া ভালবাসার দায়বদ্ধতা পূরণেরই এক প্রচেষ্টা এই লেখা। ক্যারিয়ারের পঁচিশ বছর পার করেও তিনি সব বয়সি শ্রোতার কাছে সমান জনপ্রিয়। অসামান্য জনপ্রিয় গায়ক এই পরিচয়ের পাশাপাশি তিনি একজন সফল সুরকার ও বটে।
কুমার বিশ্বজিৎ এর ডাকনাম তুলতুল। জন্মেছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডে। বাবা সাধন রঞ্জন দে এবং মা সোভা রানি দে এবং তার দুই বোন বেবি দে এবং রুবি দে। তার স্ত্রী নাইমা সুলতানা এবং পুত্র কুমার নিবিড় কে নিয়ে ছোট্ট সংসার। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ছিল অপরিসীম আগ্রহ আর ভালোবাসা। সেই ভালোবাসার পালে হাওয়া দিয়ে নিজেকে শুধু নয়, বাংলা সঙ্গীতকে টেনে এনেছেন বহুদূর। উপহার দিয়েছেন বহু জনপ্রিয় গান। ‘যেখানে সীমান্ত তোমার’ অথবা ‘রংধনু রঙে’ এর মত গান গুলো আজও মানুষের মুখে ফেরে। গোটা ক্যরিয়ার জুড়ে করেছেন বহুমুখী কাজ। তিনি বাংলা আধুনিক সঙ্গীতের সাথে অন্য ঘরানার সঙ্গীত যেমন ফিউশন, ল্যাটিন, ক্যরিবিয়ান, জামাইকান অথবা বাংলা রক মিউজিক এর সমন্বয় ঘটান যেগুলো খুবই জনপ্রিয়তা পায়। একজন সঙ্গীতবোদ্ধা হিসেবে জনপ্রিয় প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান ক্লোজআপ ওয়ান এর একজন বিচারক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
বাংলা সঙ্গীতে অসামান্য ভূমিকা রাখায় পেয়েছেন নানা পুরস্কার, যেমন ‘বঙ্গবন্ধু এওয়ার্ড’, ‘জিয়া স্মৃতি পুরস্কার’, ‘যায়যায় দিন পুরস্কার’, ‘চ্যানেল আই ফিল্ম এওয়ার্ড’, ‘বিনোদন বিচিত্রা পুরস্কার’ এবং আরও অনেক। অসামান্য প্রতিভাবান এই শিল্পীকে জানাই শ্রদ্ধা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা।