হরতাল দিচ্ছে ভালো কথা, কিন্তু হরতালে বিএনপি মাঠে থাকবেতো? / / আওয়ামি লিগের মতো হরতাল পালনে আর কেউ পারদর্শী নয়। ওবায়দুল কাদেরের এই কথা একশো ভাগ সত্যি :-& :-& :-& । গতকালকে জামাত-শিবির দেখিয়ে দিয়েছে কিভাবে পুলিশের মোকাবিলা করতে হয় । কিন্তু প্রবলেম হলো বিএনপির নেতা কর্মীরা শুধু মধু খাইতে জানে, মোমাছির কামড় খাইতে রাজি না। ক্ষমতায় গেলেই সুবিধাবাদী, দুর্নীতিবাজ নেতা কর্মী আর ক্যাডারদের অভাব হয় না। শুধু আন্দোলনে আর সংগ্রামেই ওদের লোকবলের অভাব। ভাবটা এমন 'মধুটা নিয়ে আসো, আমিও না হয় খেয়ে দিব কষ্ট করে ) ) ) । ক্ষমতায় যাওয়ার জন্য কষ্ট করতে রাজি নই, কিন্তু ক্ষমতার স্বাদ নিতে বসে আছি।
হরতালে সরকারের উপর প্রেশার হউক, কিন্তু সাধারন মানুষের জানমালের যেন কোন ক্ষতি না হয়। আর এখন রাস্তাঘাটের যা অবস্থা তাতে স্বাভাবিক জীবনযাত্রা যেন অব্যহত থাকে, সেটাও নিশ্চিত করতে হবে (মূলত: এখন আমদের নিত্যদিনের জীবনযাত্রা চরম অস্বাভাবিক, হরতাল থাকলে ৩০ মিনিটের পথ ৩০ মিনিটেই পৌছাতে পারি )।