শেয়ার বাজারের ধ্বস নামাইসে কে ? বিএনপি। মন্দিরে চুরি করসে কে?বিএনপি। দ্রব্যমুল্য কে বাড়াইসে? বিএনপি। আড়িয়াল বিলে পুলিশ মারসে কে ? বিএনপি।আড়িয়াল বিলে আন্দোলন করাইসে কে? বিএনপি। হরতাল নৈরাজ্যের সৃষ্টি করে কে? বিএনপি। গাড়ি পুড়াইসে কে? বিএনপি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় কে? বিএনপি। রাস্তায় জ্যাম লাগায় কে? বিএনপি।
মাত্র ৩০/৩২ তা আসন নিয়া বিএনপি এত কিসু করে ফেলতেসে আর ২৭০ টার উপরে আসন নিয়া আওয়ামী লিগ কিসুই করতে পারে না, ঠেকাতে পারে না এইসব আকাম কুকাম। তাইলে এই সরকার কি বাল ফালাইতেসে ক্ষমতায় বইসা বইসা? আর কত অন্যের কাধে দায় ভার চাপিয়ে দিয়ে নিজে সাধু সাজার চেষ্টা চলবে,আর কতদিন উদর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানো হবে। এর কি কোনো শেষ নাই???
বিএনপি তো চুপ মেরেই ছিল। ঠিক বিশ্বকাপের আগে খালেদা জিয়ার নামে মামলা দিয়ে কি সরকার ইচ্ছে করেই বিএনপিকে মাঠে নামালো না? মাঠে নামিয়ে এখন আবার বিশ্বকাপের ঠিক আগে কেন হরতাল দেয়া হলো এই নিয়ে দোষারোপ করা শুরু করেছে, জনগণ কি এইসব বুঝেনা?
সরকার কি পারত না খালেদা জিয়ার নামে মামলা না দিয়ে বিমানবন্দর নির্মানের সিদ্ধান্ত থেকে সরে আসতে, পারতনা মামলা প্রত্যাহার করে দুঃক্ষ প্রকাশ করে হরতাল প্রত্যাহারের অনুরোধ করতে, পারেনা শেয়ার বাজারের দোষীদের শাস্থি দিতে, পারেনা সিন্ডিকেটের ব্যবসা বানচাল করে দিতে, পারেনা মন্দিরের সম্পদ কারী করা চোরদেরকে আটক করে শাস্তি দিতে, পারেনা জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে, পারেনা সব দলের সহাবস্থান নিশ্চিত করতে, পারেনা সংসদে বিরোধী দলকে গালি গালাজ না করে, খোঁচা না মেরে দেশের সমস্যা সমাধানে অগ্রণী ভুমিকা পালন করতে????
যদি নাই পারে, তাহলে এই সরকারের দরকার নেই আমাদের এই অভাগা দেশের.....