আমাদের এই গরিব দেশের জনগনকে এখানকার রাজনীতিবিদগন খুবই বোকা ভাবেন এইটা একটা প্রবলেম।উনারা ভাবেন একটা বড় জনসভা করে কিছু উন্নয়নের প্রতিশ্রুতি দিলেই পাব্লিক বাহবা দিবে। হাত্তালি দিয়ে হাত লাল করে ফেলবে। ব্যাস, বেশ অনেকদিনের জন্য এই এলাকা শান্ত। উনারা ভাবেন কেউ একজন মারা গেল, আর উনারা বাসায় গিয়ে সান্তনা দিয়ে আসলেন, ব্যাস খতম। অন্যায়ের বিচার হবেই হবে বলে গলা ফাটালেন, পাব্লিক খুশি।
দেশের বারোটা বাজবে এইরকম কোন ডিসিশান নেয়া হলেও চামচারা ঠিকি বুঝায় উনাদেরকে, একদম সঠিক এবং যুগান্তকারি সিদ্ধান্ত। পাব্লিক রিএকশান দেখলে উনাদের কে বুঝানো হয় এটা বিরোধীদের অযথা বাড়াবাড়ি।
বাস্তবতা অনুধাবন করার কোন সুযোগ উনারা পান না। অবস্থা দাড়ায় একেতো নাইচনা বুড়ী, তার উপরে ঢোলের বাড়ি।
উনারা যে রাস্তায় চলেন সেই রাস্তা থাকে মসৃন, তাই উনাদের ধারনাও নেই যে ঐ এলাকার মানুষ চলাচলের যোগ্য রাস্তা আর নেই।
উনারা মনে করেন ছোট্ট একটা ভালো কাজ করলাম লোক দেখানোর জন্য, ব্যাস এতেই জনগন আহলাদে আটখানা।
আমাদের এই গরিব দেশের জনগনকে রাজনীতিবিদগন খুবই বোকা ভাবেন এইটা একটা প্রবলেম।
আরেকটা প্রবলেম হলো আমরা জনগন আসলেই অনেক বোকা