ক'জন জানে মনটারও যে ওজন আছে
ক'জন জানে রাত পোহালেও
আঁধার থাকে চোখের নিচে!
দাঁড়াই তবে পথটা ছেড়ে,
চাচ্ছো যখন পাশ কেটে যাও!
বেসুরো সব গানের কথা
গাইতে গিয়ে চোখ ভিজে যাক!
লাগুক বুকে হু হু করা ঝাপটা হাওয়া!
ভাঙ্গুক হৃদয় যতটা পারে ভাঙ্গছে যেমন!
ভুলেছো আজ রুপার কাঠি সোনার কাঠির অতীত স্মৃতি
ছেড়েছি তাই সন্ধ্যা বেলার গল্পে গল্পে শিউরে ওঠা হাতের মুঠো!
চাইছি যেন সব চলে যাক-
ভাঙ্গাচুরা স্বপ্ন নিয়ে আর কতদিন!
আর কতদিন গোলাপ গন্ধে মগ্ন হয়ে
ছল চাতুরীর ষোলকলা দেখতে হবে!
তারচে' বরং চোখ ফিরিয়ে মন লুকিয়ে
পুড়তে থাকুক ভিতর বাহির!
তারচেয়ে বরং আগুন-বরফ সত্যি থাকুক!