কয়েকদিন আগে ওয়াল্র্ড ট্যুরিজমে বাংলাদেশের নতুন পরিচিতি "রুপময় বাংলাদেশ" নিয়ে একটা লেখা লিখেছিলাম । তখনো বাংলাদেশের উপর করা খুব চমৎকার কোন ভিডিও খুজে পাইনি যেটি বিশ্বে বাংলাদেশকে প্রমোট করতে সাহায্য করবে । আজ খুজে পেলাম । আমার দেখা বাংলাদেশের উপর করা সেরা ভিডিওগুলির একটি । আপনাদের সাথে শেয়ার করছি । ভিডিওটি সিডা বাংলাদেশের সহায়তায় জানালা বাংলাদেশ কর্তৃক নির্মিত । নির্মাতা ও পরিচালকের প্রতি কৃতজ্ঞতা বাংলাদেশকে চমৎকার ভাবে তুলে ধরার জন্য ।
আগের লেখাতে লিখেছিলাম -
"বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন আকর্ষন ইত্যাদিকে উপজীব্য করে কয়েকটি চমৎকার ভিডিও নির্মান করে (সরকারি বা বেসরকারি ভাবে, আমি নিশ্চিত দেশে প্রচুর গুণী ও কুশলী নির্দেশক আছেন যারা এটি করতে পারেন) তা ইউটিউব, ডেইলিমোশনের মত ভিডিও শেয়ারিং সাইটগুলিতে আপলোড করে বিদেশী পর্যটকদের আকৃষ্ট করার ব্যবস্থা নিতে পারেন । ফেসবুকের মত সামাজিক যোগাযোগের সাইটগুলির মাধ্যমে বিশ্বের পর্যটকদের কাছে "রুপময় বাংলাদেশ" কে একটি কার্যকর ট্যূরিষ্ট ব্রান্ড এবং শ্লোগান হিসাবে পরিচিত করার জন্য ব্যবস্থা নেয়া যায় । আর এক্ষেত্রে বাংলাদেশী যারা ফেসবুক ইউজার আছেন তারা "রুপময় বাংলাদেশ" কে নিয়ে বিভিন্ন পর্যটন আকর্ষনভত্তিক গ্রুপ খুলে তাকে প্রমোট করতে পারেন । বাইরে থাকার সুবাদে এতটুকু জানি যে এগুলি অনেক কার্যকর ব্যবস্থা । এগুলি আরো বেশী দরকার কেননা বাংলাদেশের পর্যটন আকর্ষণের ব্যাপারে বিশ্বে অধিকাংশ পর্যটকই তেমন কিছু জানেননা । বিশ্বে বর্তমানে বাংলাদেশের বন্যা, জলোচ্ছাস আর ঘূর্ণিঝড় আর দরিদ্রতা নিয়ে যে ইমেজ তার বিপরীতে চমৎকার একটি পর্যটন গন্তব্য হিসাবে ইমেজ প্রতিষ্ঠা করতে গেলে আমাদের উদ্ভাবনী শক্তির পরিচয় দিতে হবে এবং ইন্টারনেটকে কার্যকরভাবে ব্যবহার করতে হবে ।"
আমি মনে করি এই ভিডিওটি "রুপময় বাংলাদেশ" ব্রান্ডকে বহির্বিশ্বে পরিচিত করতে কাজে লাগানো যায় । আমি নিশ্চিত এই ব্লগের অনেক বন্ধুই বিভিন্ন ইন্টারনেট ফোরাম, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মেম্বার । আসুন যারা যার অবস্থানে থেকে বাংলাদেশকে প্রমোট করি ।