আমি আমার বাল্যকাল বন্দী করেছি চারদেয়ালের মাঝে;
কখনো অন্ধকার জ্যোৎস্নাভরা রাত দেখেনি,
কখনো হাঁটি নি অমাবশ্যা রাতে।
আমি আমার শৈশবকে আটকে রেখেছি উঁচু ছাদের নিচে;
কখনো হাজার শঙ্খচিল একসাথে উড়তে দেখেনি,
হয়নি কখনো ক্ষেতের আল ধরে দৌড়ানো,
কখনো পুকুরে দুরন্ত সাঁতার কাঁটা হয়নি,
গাছে উঠে জাম খাওয়া কি আমি জানিনা,
ঘাসে শিশির জমা ছুঁয়ে দেখিনি।
আমি আমার যৌবনকাল বন্দী করছি বদ্ধ ঘরের মাঝে;
কখনো কারো আঙ্গুল ছুঁয়ে স্বপ্ন দেখা হয়নি,
হয়নি ফেলা কারও জন্য এক বুক দীর্ঘশ্বাস।
হ্যা, আমি প্রকৃতির শান্ত সাতরূপ দেখিনি...
তাই প্রকৃতির কাহনে আকুল হই;
আকুল হই তোর জন্য একবুক দীর্ঘশ্বাস ফেলার!
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৭