>>যেদিন বয়সে বড় রিক্সার ড্রাইভারকে কেউ আর ‘তুই’ বা ‘তুমি’ না বলে “আপনি’’ বলবে সেদিন বুঝবেন- বাংলাদেশ একটি উন্নত দেশ হতে যাচ্ছে ....
.
>>যেদিন ট্রাফিক পুলিশ ছেড়া কাপড়ওয়ালা নির্দোষ রিক্সার ড্রাইভারকে না মেরে দোষী স্যুট টাই গাড়িওয়ালাকে মারার সাহস করবে সেদিন বুঝবেন- বাংলাদেশ একটি উন্নত দেশ হতে যাচ্ছে ....
.
>>কোরমা পোলাও দিয়ে ভাত খেয়ে ঘুমানোর সময় যদি পাশের বাসার ক্ষুধার্ত শিশুর কান্না আপনার কানে পৌঁছায় এবং সেই কান্নার আওয়াজ সহ্য করতে না পেরে যদি আপনি বিছানা থেকে উঠে রান্নাঘরের দিকে অগ্রসর হোন তখন ধরে নিবেন- বাংলাদেশ একটি উন্নত দেশ হতে যাচ্ছে ....
.
>>বাসার কাজের মেয়ের সামনে যখন নতুন জামা পড়া অবস্থায় আপনি দাঁড়াবেন এবং সেই মেয়েটি যখন অবাক দৃষ্টিতে আপনার জামার দিকে তাকিয়ে থাকবে তখন যদি আপনার মনে লজ্জা বা অপরাধবোধ কাজ করে তখন বুঝবেন- বাংলাদেশ একটি উন্নত দেশ হতে যাচ্ছে ....
.
>>যখন সামান্য অসুখের জন্যে আপনাকে হসপিটালের ভালো কেবিনে রাখা হবে এবং ঠিক তার পাশের রুমেই খুব অসুস্থ একজন বৃদ্ধ মহিলা মাটিতে গড়াগড়ি খাচ্ছে দেখে যদি আপনার কেবিনের বিছানা ছেড়ে ওই মহিলাটির পাশের গিয়ে বসতে ইচ্ছে হয় তবে ধরে নিবেন- বাংলাদেশ একটি উন্নত দেশ হতে যাচ্ছে ....
.
>>যখন কয়েক বছরের জন্যে অন্যদেশে থাকার পর জন্মভূমি বাংলাদেশে এসে কাঁদা মাটি দেখে ‘ওয়াক’ না বলে দুচোখ পানিতে টলমল করবে, মাটিগুলো হাত দিয়ে ধরতে ইচ্ছে হবে, তখন ধরে নিবেন আপনি একটি উন্নত দেশে জন্মগ্রহণ করেছেন ...
.
>>যদি কোন রাজনীতির নোংরামি দেখে কিছুই না করতে পেরেও মনথেকে থুথু মেরে ধিক্কার মেরেছেন, ঘৃনা করেছেন যতবার তার চোখে চোখ পড়েছিল ঠিক ততবার। আর সে যদি বুঝতে পেরে আপনার কাছে ক্ষমা চাইতে পেরেছেন ঠিক তখন বুঝবেন আপনিও একজন বাঙালী এবং আপনার জন্ম হয়েছে একটি উন্নত দেশে।
যার নাম তখন হবে সোনার বাংলাদেশ। তার আগে ইহাকে সোনার বাংলাদেশ বলা যাবেনা। আর আপনিও উন্নত দেশের ছোঁয়া পাবেন না...
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩