বসুন্ধরা নিউ মার্কেট থেকে সিগনাল বাটা
মেয়েদের উৎপাতে কোথাও যায় না হাটা
কল সেন্টার থেকে শুরু করে সংসদে নারী
ওদের মুলমন্ত্র নাকি আমরাও পারি।
বেদনার কথা কেউ বর্ননা করে
জ্বলে পুড়ে মরে তারা বিরহের জ্বরে
এত মেয়ে, তবুও যখন বিয়ে করতে চাই
সকলেই বলে দেশে যোগ্য পাত্রী নাই।।
প্রাইভেট ভার্সিটিতে পড়ে অনেকের কন্যা
টিএসসি, পাশের উদ্যান যেন মেয়েদের বন্যা
আজিমপুরে দেখা যায় শুধু মেয়ে আর মেয়ে
যুবকেরা ভাবে সঙ্গিনী হয়ত গেলাম পেয়ে।
বিরহ বেদনা নিয়ে জম্পেশ আড্ডা চলে
স্বীয় অভিজ্ঞতা থেকে অনেকেই বলে
এত মেয়ে, তবুও যখন বিয়ে করতে চাই
দেখা যায় দেশে কোন পাত্রী নাই।।
ভেড়ীবাধ হয়ে উত্তরা আশুলিয়া গেলে
ফাস্টফুড রেস্টুরেন্টে শুধু মেয়েরাই মেলে
বেইলী রোড মৌচাক আর উদ্যান জিয়া
সব মেয়ের আড্ডা যেন ঐখানেতে গিয়া।।
শাদী করতে অনেকেই পাড়ি দেয় দেশে
ব্যর্থ হয়ে ফিরে আসে সন্যাসীর বেশে
এত মেয়ে, তবুও যখন করতে চাই বিয়ে
উষ্ঠা খেয়ে পড়ি সর্বদা অন্যত্র গিয়ে।।
গুলশান বনানী মেয়েদের পিরীতের আড্ডা
বাদ যায় না হেমায়েতপুর মিরপুর বাড্ডা
এযুগের মেয়েরা নাকি প্রেম পিরীতির জম
তাই বিয়ে শাদীতে তাদের আস্থা অনেক কম।
অভিজ্ঞতার আলোকে সবে অনেক কথা কয়
ওদের দুঃখ ব্যাথা কভু মোটেও ভোলার নয়
এত মেয়ে, তবুও যখন বিয়ে করতে চাই
মনে হয় দেশে কোন পাত্রী নাই।।