[ছাগু কবিতা ]
কবি কবি ভাব
ছন্দের অভাব
ছাগু দেখলেই কাঠাল পাতা ...।
এখান থেকে ভাগ।
কাঠাল পাতার পুস্টি গুনে
ছাগু তোমরা নাও চিনে..
ছাগু আবার কি? কোয়ালিটি কি তার?
তবে বলি শোন,
বাংলাদেশের স্বাধীনতায় কস্ট লাগে যার,
মুক্তিযুদ্ধ নাকি গন্ডোগোল করে তারা প্রচার।
তিরিশ লক্ষ শহীদ নাকি মস্ত বড় ভুল!!!
আমি বলি তিন লক্ষ হলেও কি তারা , অপরাধ করবে কবুল ?
ইসলাম বলে অন্যায়ভাবে করো হত্যা যদিও একজন,
মনে রেখ অপরাধ সমান, যেন করেছ সকল মানুষ খুন।
ইসলাম মানে শান্তি মানুষে মানুষে সম্প্রীতি,
ধর্ম টাকে ঢাল বানিয়ে ব্যবসা করে চলে, এমনই ছাগুদের নীতি।
জিগ্গাসিলে বন্ধু ? ছাগু কোথায় পাওয়া যায়?
বলবো আমি ঐ যে দেখ চান্দে দেখা যায়।
এরা তাদের নেতার কথায় এমনই অন্ধ,
ভুলে গেছে নিজের বিবেক, কি সে ভাল মন্দ।
লেবাসে কি হয় বলো মুসলমান?
হতো যদি তবে, আবু জাহেল আবু লাহাব হতো খাটি মুসলিম তবে।
বেশ ভুষায় নেতাদের তোমরা ভাবো খাটি মুসলিম,
তাদের কথায় জীবন দাও , হতে চাও শহীদ-এ- দ্বীন?
তাদের ছেলে সন্তান করে কি জানতে পারবে যেদিন ,
বুঝতে তবেই তারা কেমন মুনাফেকিন।
তোমাদের জীবনের নেই কোন দাম,
রাজনীতির খেলায় তোমরা দিয়ে যাবে প্রান।
ইসলামের জন্য শহীদ হবে সালাম তোমায়,
তার আগে জেনে নাও ইসলাম কি শেখায়
মানব সেবা করবে আর ধৈর্য্য ধারণকারী হবে
তবেই তো দ্বীন তোমার পূর্ন রুপ পাবে।
খুলে দেখ কোরআন সুরা বাকারা সুরা নং ২ আয়াত ১৭৭
"সৎকর্ম শুধু এই নয় যে, পূর্ব কিংবা পশ্চিমদিকে মুখ করবে,
বরং বড় সৎকাজ হল এই যে,
ঈমান আনবে আল্লাহর উপর কিয়ামত দিবসের উপর,
ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী-রসূলগণের উপর,
আর সম্পদ ব্যয় করবে তাঁরই মহব্বতে আত্নীয়-স্বজন,
এতীম-মিসকীন, মুসাফির-ভিক্ষুক ও মুক্তিকামী ক্রীতদাসদের জন্যে।
আর যারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং
যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং
অভাবে, রোগে-শোকে ও যুদ্ধের সময় ধৈর্য্য ধারণকারী
তারাই হল সত্যাশ্রয়ী, আর তারাই পরহেযগার।
[কোরআনের আয়াত গুলো ছারা - স্বরচিত কবিতা]