আজ দেখলাম একজনের পোস্টে কত সুন্দর ভাবে নিজ জাতি কে বিভক্ত করতে লিখলো, পহেল বৈশাখ উপলক্ষে বিশেষ পোশাক পরিধান করা, ব্যবসা-বাণিজ্য করা, দ্রব্যমূল্যে বিশেষ ছাড় দেয়া, ইলিশ-পান্তা খাওয়া, ফলমুল খাওয়া সবকিছুই বিজাতীয় ও বিধর্মীয় সংস্কৃতির সাথে তাশাব্বুহ বা মিল হিসেবে হারামের অন্তর্ভুক্ত।
এবার দেখেন নামাজে ইহুদিদের সাথে কত মিল এখন কি বলবেন বিজাতীয় ও বিধর্মীয় সংস্কৃতির সাথে তাশাব্বুহ বা মিল হিসেবে নামাজ ও হারামের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের বলেছেন
Ummah/Nation..- al Baqarah 2:143
এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানবমন্ডলীর জন্যে এবং যাতে রসূল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য। আপনি যে কেবলার উপর ছিলেন, তাকে আমি এজন্যই কেবলা করেছিলাম, যাতে একথা প্রতীয়মান হয় যে, কে রসূলের অনুসারী থাকে আর কে পিঠটান দেয়। নিশ্চিতই এটা কঠোরতর বিষয়, কিন্তু তাদের জন্যে নয়, যাদেরকে আল্লাহ পথপ্রদর্শন করেছেন। আল্লাহ এমন নন যে, তোমাদের ঈমান নষ্ট করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ, মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, করুনাময়।
The Prophets of God (pbuta) were sent to us as role models. We are suppose to live as much like them as possible. They were humble, tolerant, kind, giving, loving and respectful. They had honor and obeyed God, and all of his rules. They did not hate, and they did not dislike. There were 25 Prophets for us to follow from many tribes and countries, out of these 5 were the most important. Noah(pbuh), Abraham(pbuh), Moses(pbuh), Jesus(pbuh) and Muhammad(pbuh). When we learn to live with just half of the love for man they had, this world will be a new place.
As you can see the Prophets of Islam are the same as Christianity and Judaism, so why do we hate each others religion so much. Why are we fighting all the time? Why do we hate each other so much? The Qur'an says this:
"We believe in God, and the revelation given to us, and to Abraham, Ishmai'l, Isaac, Jacob, and the Tribes, and that given to Moses and Jesus, and that given to (all) Prophets form their Lord: We make no difference between on and another of them: And we submit to God." Nobel Qur'an (2:136)তোমরা বল, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি এবং মূসা, ঈসা, অন্যান্য নবীকে পালনকর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে, তৎসমুদয়ের উপর। আমরা তাদের মধ্যে পার্থক্য করি না। আমরা তাঁরই আনুগত্যকারী।সূরা আল বাক্বারাহ ( মদীনায় অবতীর্ণ ), আয়াত :১৩৬
Please, for the sake of us all, Stop hating one another. We are all people. We all have feelings. We all love. No matter how we praise God. No matter what color our skin. Stop believing propaganda and learn for yourself. Stop associating the bad of one with the good of the whole. Stop focusing on the bad and remember and encourage the good.
The thought of this brings tears to my eyes, my brothers and sisters, Let us love one another.
Click This Link
হজরত মুহাম্মদ (সঃ) বলেন
And the Prophet (salla Allahu ‘alayhi wa sallam) said:
"Indeed there is no excellence that an Arab possesses over a non-Arab, or a non-Arab over an Arab. Nor is there (an excellence) of a white man over a black man, or a black man over a white man, except by taqwa (submissive obedience to Allah)." [Saheeh - Reported by Ahmad (5/411) and authenticated by Ibn Taymiyah in Al-lqtida (p.69)]
The sincere Muslims are a single body and a single structure; each part supporting the other and each part feeling the pain that the other parts are suffering. This is in an authentic hadeeth where the Prophet (salla Allahu ‘alayhi wa sallam) said:
"A believer (in regards to) to another believer is like a solid building, one part supports the other." - and then he interlaced his fingers to demonstrate this. [Al-Bukhari (no.481) and Muslim (no.2585) from hadeeth of Abu Hurayrah]
কি করতে পারি এই দিনে মুখচোরার মতে :
এই দিনে আমরা বৃদ্ধ বাবা-মার খোঁজ-খবর নিতে পারি
তাঁদের সাথে সময় ব্যয় করি.
আত্মিয়ের বাসায় যাওয়া হয়নি তার বাসায় বেড়াতে যাই।
আত্মিয়-বন্ধুদের বাড়িতে নিমন্ত্রন করি
গরিব দুখিদের জন্য পুষ্টিকর ও সুস্বাদু খাবারের আয়োজন করি
উৎসবের এইদিনে আমাদের হিন্দু ভাইদের মতো মুসলমানরাও সৃষ্টিকর্তাকে স্মরন করি ,
সবোপরি সবাই মিলে বাংগালির এই দিন উপভোগ করি যেমন করি আমরা ক্রিকেট খেলার দিনে সব ভেদাভেদ ভুলে ।
ঈদের দিনের মত আনন্দ করি। তবে অবশ্যই শালীনতা বজায় রেখে
বাংলার খাবার, পিঠা, মুড়ি ইচ্ছা মত খান শুধু পান্তা কেন (বাংগালি ভোজন রসিক বইলা কথা আছে না)
তয় যদি বাংলা নববর্ষে যদি কেহ হিন্দি গান বাজাইতে শুরু করে তারে ধইরা গদাম দিতে ইচ্ছা হইলে নগদে দিবেন
বিদ্র: আমি যদি ভুল কিছু বইলা থাকি তয় ধরায়া দিতে কার্পণ্য করিবেন না।
মাঝে ইংরেজিগুলোর অনুবাদ দিতে না পারায় আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থি।শুভ নববর্ষ
একটি সতর্কতা.....পহেলা বৈশাখে যারা পাঞ্জাবী পরে বের হবেন তারা মোবাইল ফোন ও ওয়ালেট হাতে রাখবেন...এই দিনটায় ঢাকা শহরের সব পকেটমার সকাল থেকেই রমনায় এসে বসে থাকে, উদ্দেশ্য আপনার মোবাইলটা গায়েব করে দেয়া...সাবথান থাকবেন
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:৫০