আমাকে চর্তুর পাশ থেকে আঘাত কর
যেন সে আঘাতে কুকড়ে না যাই,
সমস্ত আশার আলো নিভিয়ে দাও
যেন দিশাহারা না হই,
সমস্ত স্বপ্ন ভেঙ্গে চূর্ণ করে দাও
যেন হতাশ না হই,
আমার সব অঙ্গ প্রতঙ্গ বিছিন্ন করে দাও
যেন আমি অর্থব না হই-
আমাকে সকল দুঃখ আর কষ্টের শেকলে বন্দী কর
যেন মুক্ত বিহঙ্গের মত উড়তে পারি-
আমার হূদয়কে উপড়ে ফেল না
যেন আমি জড়ে পরিণত হই,
আমার সাহসকে কেড়ে নিও না
যেন আমি জীর্ণ বলদের মত হই।
আমার প্রত্যয় আর আদর্শকে নষ্ট কর না,
যেন আমি গুড়িয়ে পড়ি-
আমার কাছ থেকে আমার ভালবাসা নিও না,
যেন আমি নিঃস্ব হই-