অধর স্পর্শ করায়,
তির তির করে কেঁপে উঠে ছিল
হাওয়া লাগা কচি কলমি লতা
টুপ করে গড়িয়ে পড়ত গলন্ত মোমের মত
কিন্ত প্রবল সংযম আর ইচ্ছা প্রবল্যে,
দু’হাতে বৃত্তি যেমন কলি আগলায়-
নিথর তুমি, সংস্কারের মত্ত আরেক আর্য
আমার স্বাধীনতা আসমুদ্রহিমাচল-
তবু সংকীর্ন কুল অতিক্রম করে
কোন কালেই সম্ভব হয়নি অফুরান্ত হূদয়ের,
পূর্ণ ভূমিতে পৌছাঁনো। জানি হাতে যেমন সূর্যকে
ধরা যায় না। ইচ্ছার রকেট ছুড়ে কখনও তা,
বন্ধ করা যায় না,
না পাওয়ার বাসনা -ফুলে ফেপে ওঠে, প্রমত্ত সাইক্লোন
ভেঙ্গে গুড়িয়ে দেয় কাল, কলঙ্ক, ভয়ের ইমারত
তবু তির তির করে কেপে ওঠে একটি কচি পাতা
হূদয় কুসুমের মত-