এখন ও মনে পড়ে
সেই জপের মালা...
একই নাম বার বার
এখন ও মনে পড়ে
টুকরো টুকরো ছবি
একই মুখ! স্নিগ্ধ, লাবন্য
এখন ও মনে পড়ে
সকাল বিকাল
সেই অপূর্ব কন্ঠস্বর
সেই হাত, চোখ চাহনি
নীরব। নীরবতা আর নীরবভাষা
এখন ও মনে পড়ে,
সান্নিধ্য, সম্পর্ক, ছিন্ন কথারমালা
সেই নাম বার বার...
এখন ও ভুলে থাকি,
সেই পুরাতন সময়ের ঝাঁপি...
বড় কষ্টে, ব্যথায়, হতাশায়।
সময়ের তলে হারিয়ে যায়,
ধূসর ছবি, কল্পনার না বলা কথা,
অপেক্ষার সূর্য সময়।
এখন ও মনে পড়ে
ন্যায্য হিস্যা, সেই বসবাসের
সেই অতল স্পর্শী স্পর্শ...
কেমন করে মিলিয়ে যায়, খাদে- খাদকে...