আজকে আমাদের ''আমার ভাষার চলচ্চিত্র ১৪১৬'' শীর্ষক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। যা ২২-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সবাই কে আসার আমন্ত্রন রইল।
আয়োজনে- ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ
স্থান- টি এস সি মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
টিকেট মূল্য- ১৫ টাকা মাত্র।
রেডিও পার্টনার- এবিসি রেডিও, এফ এম ৮৯.২।
সকাল ১০টা দুপুর ১টা বিকাল ৪টা সন্ধ্যা ৬.৩০
২৩ ফেব্রু চিত্রা নদীর পাড়, মনপুরা, চন্দ্রগ্রহন, নায়ক
২৪ ফেব্রু দামু, সুতরাং, বৃত্তের বাইরে, সূর্যকন্যা
২৫ ফেব্রু চাদের বাড়ি, দারুচিনি দ্বীপ, অন্তহীন, যে শহর চোরাবালি
২৬ ফেব্রু নয়নের আলো, আবার অরণ্যে, মন্দ মেয়ের উপাখ্যান, দুই জীবন
২৭ ফেব্রু পীচ ঢালা পথ, আলোর মিছিল, স্বপ্নের দিন, সব চরিত্র কাল্পনিক
২৮ ফেব্রু চলো Let’s Go, সপ্তপদী, কাচের দেয়াল, সুবর্ণ রেখা
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১০ রাত ১২:২৫