আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে মানুষের কাছ থেকে সাহায্য গ্রহণ করি , হতে পারে সেটা বিপদে পড়ে , হতে পারে প্রয়োজনে ।তবে এসব ক্ষেত্রে দেখা যায় আমরা বিপদ উদ্ধার হয়ে গেলে নুন্যতম আর কোন কৃতজ্ঞতা প্রকাশ করিনা ।স্বার্থপরের মত হেটে চলে যায় আমরা ।পিছনে হয়তো সাহায্যকারী লোকটির আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ আশা করে এমন আশায় বুকটা ব্যাথা করে ওঠে ।নুন্যতম থ্যাংকসটা কি হয়না ।টাকা ধার নিচ্ছেন কারো কাছ থেকে ,কিন্তু দেখেন ধার একবার পেলে সব ভুলে যান ।ধার নেবার সময় সেধে আসেন , কিন্তু ধার নেওয়া হয়ে গেলে , কিছুদিন অতিবাহিত হবার পর যে ব্যাক্তি ধার দিয়েছিল সেই ব্যাক্তির মনে হয় সে বিরাট একটা অপরাধ করে বসেছিল আপনাকে ধার দিয়ে ।এই যে মহান আল্লাহ তায়ালা স্রষ্ঠা আমাদের এত কিছু দিয়েছেন কোন সময় একবার এ জীবনে কৃতজ্ঞতা প্রকাশ করেছি ? । এই কৃতজ্ঞতা স্রষ্ঠা আপনাকে কত টাকা বা সম্পদ বা বিলাস বৈভবে রেখেছেন সে ব্যাপারে নয় , আপনি জন্মগতভাবে সুস্থ আছেন সেটা কি কম নিয়ামত ? মানব রপে জন্মেছি সেটা কি কম কৃতজ্ঞতার ব্যাপার ? । আমরা ক জন মা বাবার প্রতি একবার বলেছি কৃতজ্ঞ ।আল্লাহর প্রতি , মা বাবার প্রতি আমাদের বিস্তর না পাওয়ার অভিযোগ , কি পেলাম না সেটার হিসাবই করি । কিন্ত আল্লাহ বা স্রষ্ঠার কাছ থেকে কি পেয়েছি , মা বাবার কাছ থেকে কি পেয়েছি সেগুলোর হিসাব আর করা হয়ে ওঠেনা । আমরা জীবনে যার যার পেশা জীবনে অশান্তিতে আছি ।নিজ কর্মে কেউ শান্তিতে নেই । কিন্তু এই কর্ম আপনাকে কত কি দিয়েছে তাইনা ,এই কর্ম ছাড়া সমাজে , পরিবার কুলে , স্ত্রী সন্তান শ্বশুরবাড়িতে পুরুষ হিসেবে আপনার কি মূল্য থাকতো বলুনতো ।তবে কর্ম পাগল হতে গিয়ে জীবনের রিলাক্সেশন আর এন্টারটেইনমেন্ট হারিয়ে না যায় । স্লিপিং ,রিলাক্সেশন আর এন্টারটেইনমেন্ট ছাড়া হারানো কর্মশক্তি ফিরে আসেনা । কর্মের জন্য বেঁচে থাকানা , বেঁচে থাকার জন্য কর্ম , পরিবারের জন্য কর্ম , জীবনের জন্য এত পরিশ্রম সেটা ভুলে গেলে চলবেনা।
এই যে আমরা বিভিন্ন প্রয়োজনে ইন্টারনেটে ইউটিউব , বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি । এখানেও আমরা অকৃতজ্ঞতা আর হিংসামীর পরিচয় দিই । ধরুন আপনারা একটা ভিডিও দেখতে ইউটিউবে গেলেন , সেই ভিডিওতে সাবসক্রাইব বা লাইক বা কমেন্ট কিছু করেননা ।এটা আপনি বা আমি বুঝেই করি ।কারণ আমরা এই ২০২০ সালে কেউ অশিক্ষিত বা অবুঝ নই ।ধরুন আপনি সামহোয়্যারইনে এলেন কোন বিষয়ে পড়তে ।এই সাইটে অনেক এড শো করে ।আমরা কি কখনো সব এ্যাড এ ক্লিক করি । না করলে করা উচিত । কারণটা হলো কৃতজ্ঞতা প্রকাশ । কেউ একটা ওয়েসাইট বিনামুল্যে আপনকে পড়ত দিচ্ছে ,লিখতে দিচ্ছে , আপনি ভাবছেন গাটের অলাভজনক পয়সা ব্যয় করে এই প্রতযোগিতার যুগে কয়দিন টিকে থাকা যায় ? যারা ওয়েবসাইটের আর্টিকেল সেবা নিচ্ছি তারা অন্তত ওয়েবসাইটে কিছু পড়র পাশাপাশি কোন এড দেখলে একটা ক্লিক করে আসি , কারো ইউটিউব ভিডিও দেখে রান্না শিখলেও অন্তত লাইক না দিতে পারি ডিসলাইক দিই , মানে যাতে সে অন্তত বোঝে , না আমার কষ্ট স্বার্থক , মানুষ আমার কাজ দেখছে । মানুষ সামাজিক জীব ,কৃতজ্ঞতা
প্রকাশ না করলে সামাজিকতার আর কি থাকলো ?
আমি গতকাল ০২ ঘন্টাই শিখুন এসইওনামে একটা পোষ্ট করি , সেখানে সবাই আমার প্রতি কমেন্টে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন , এজন্য আমি ধন্য । প্রতিউত্তরে আমি যা লিখেছিলাম
কমেন্ট করার জন্য সবাইকে ধন্যবাদ , আসলে আপনাদের দোষ দেবোনা , কারণ ব্যাপার হলো আমাদের সমাজে মানুষ নানা কায়দায় প্রতারিত হতে হতে এমন একটা পর্যায়ে পৌছেছে যে , কেউ ভালো কাজ করলেও আমরা তা সন্দেহের চোখে দেখি ।এখন ব্যাপারটা হলো আমি কমেন্টে আবারো ভিডিও লিংকগুলো দিচ্ছি , ভিডিওগুলো দেখলে বুঝবেন সেখানে যা আমি শিখিয়েছি সেগুলো কেউ ফ্রিতে শেখায়না , আমি ফ্রিল্যান্সিং পুরোদমে বা পার্টটাইম না করলেও ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহ থেকে এসইও ,ওয়েব ডিজাইন ,ফটোশপ , ইউটিউবিং ,ব্লগিং , সিপিএ মার্কেটিং সবগুলোই কমবেশি আগ্রহ থেকে শিখেছি , তার ভিতর এসইও এবং সিপিএ মার্কেটিং ,ইউটিউবিং ,ব্লগিং টা খুব ভালো পারি , কিন্তু ভালো পারা স্বত্তেও আমার এই ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জন নেই// আর ওয়েব ডিজাইন আর গ্রাফিকসের কাজ কোনরকমে নিজে চালিয়ে নেবার মত শিখেছি , কোচিং সেন্টার খুলে শেখানোর মত শিক্ষা আমার নেই // মনে রাখবেন আপনি ডাক্তার , ইন্জিনিয়ার , বিসিএস কর্মকর্তা হয়েছেন কিন্তু আপনাকে যারা স্কুলে বা বাসায় এসে টিউশনে টাকার বিনিময়ে পড়িয়েছে সেই শ্রদ্ধেয় শিক্ষকেরা কেউ ডাক্তার বা ইন্জিনিয়ার বা বিসিএস ছিলোনা //টেন্ডুলকার ,পেলে, ম্যারাডোনা , কোর্টনি ওয়ালশ , ব্রায়ান লারা , শোয়েব আখতার ,ওয়াসিম আকরাম ,আফ্রিদি এরা তাদের পূর্ব এবং পরবর্তী প্রজন্মের কাছে দেবতা ।কিন্তু এনারা কেউই ভালো কোচার নন । তো শেখানো আর উপদেশের দক্ষতা মানে কোচার হওয়া ,কাউকে কোচ করা বা মোটিভেট করার দক্ষতা সবার ভিতর থাকেনা ।এটাও একটা আলাদা গুণ । আমার নিজের দ্বারা ফ্রিল্যান্সিং না হলেও ভালোভাবে বোঝাতে পারবো মনে করে টিউটোরিয়াল গুলো তৈরি ০৪ ঘন্টায় ওয়েব ডিজাইন Click This Link এবং ০২ ঘন্টায় এসইও শিখুন https://www.youtube.com/watch?v=jwSj6MCs5gY
ধন্যবাদ সবাইকে
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৩৮
১. ২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৯ ০