আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি মোস্ট কমন্লী সকল রাষ্ট্রেই অত্যাধিক গুরুত্ব সহকারে শেখানো বা শিখা হয়ে থাকে। তাই, ইংরেজিকে আবশ্যিক বিষয় হিসেবে প্রায় সব দেশেই তাদের কারিকুলামে অন্তর্ভুক্ত করা আছে। যেহেতু এই ভাষাকে সবাই শিখতে আগ্রহী তাই তাদের নিজস্ব পরিমণ্ডলে নিজের মতো করে চেষ্ঠাও চালায়। আর, তাছাড়া বিশ্ব ভ্রমণের নেশা যাদের রয়েছে বা ইউরোপ বা আমেরিকা মহাদেশে যারা পাড়ি দিতে চায় তাদের জন্যতো এটা শেখা একদম ফরজ। কিন্তু, এই ভাষার গ্রামার শেখাটা যতটুকু না কঠিন তারচেয়ে বেশী কঠিন এর উচ্চারণ বা প্রোনানসিয়েশান। শিক্ষার্থী হিসেবে বাঙ্গালীরা সহজ ও সাবলীল ভাবে পৃথিবীর যে কোন ভাষাই শিখতে পারে। যদিও উচ্চারণ জঠিলতা আমরা বাঙ্গালীরাও ফেইস করি। অবশ্য সেটা একজন বিগিনার হিসেবে কেবল। একবার শেখা শুরু করলে আমরা কিন্তু একদম স্বাভাবিক আর প্রাঞ্জল ইংরেজিই বলতে পারি। যেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াও আমাদের মতো এতো সুন্দর ইংরেজি বলতে পারেনা।
যাহোক, আমার ব্লগের বিষয় কিন্তু হাসানোর প্রয়াসে। তাই, আসুন মূল প্রসঙ্গে যাই-
পৃথিবীর অনেক রাষ্ট্রের লোকজনই কিন্তু এই ইংরেজি শিখতে গিয়ে উচ্চারণের বেলায় একটা বিব্রতকর রকমের অবস্থার মোকাবেলা করে। এটা শুধু উচ্চারণগত সমস্যার জন্য। যেমন-থাইল্যান্ড, জাপান, ভিয়েতনাম ইত্যাদি রাষ্ট্রের লোকেরা।
আসুন তাহলে ইউটিব থেকে কিছু মজার মজার ইংরেজি ভিডিও দেখি আর প্রাণ ভরে হাসি। কথা দিচ্ছি আপনার ভিতর যদি সামান্য পরিমাণ ও সেন্স অব হিউমার থাকে তবে হাসবেনই। আই প্রমিজ।
** ফানি থাই ইংলিশ প্রোনানসিয়েশান।
** Funny Japani English pronunciation-
** Funny African ways of saying English words.
https://www.youtube.com/watch?v=BpNPiKVpQP8
**funny English class.
https://www.youtube.com/watch?v=RXuMAca2344
** Learning English pronunciation is Fun!
এই ভিডিও গুলোতে যে ধরণের উচ্চারণ আমরা শুনলাম ঠিক এ ধরণের উচ্চারণ আমরাও কিছু কিছু করে থাকি। যেমন-
Rough- রুহ বা রুগ, (আসল উচ্চারণঃ রাফ্),
Tough- টুহ্ বা টুগ্ বা টাউগ (আসল উচ্চারণঃ টাফ্)
Cough- কুহ্ বা কাগ্ বা কাউগ্ ( আসল উচ্চারণঃ কফ্)।।
উপরের এ ধরণের উচ্চারণ করে আমরা নিজেরা অনেক মজার পরিস্থিতি সৃষ্টি করে থাকি এবং অন্য অনেকের বিনোদনের খোরাক হই। তাই, সকলের উচিৎ সঠিক উচ্চারণে ইংরেজি চর্চা করা। এবং বিব্রতকর অবস্থা হতে বেঁচে থাকা।
হ্যাপি ব্লগিং।
ছবিঃ ইন্টারনেট।
ভিডিও লিংকঃ ইউটিউব।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৩