আসুন সবাই ফিলোসোফি অব লাইফ উপভোগ করি। ব্লগটি পড়ার সময় অবশ্যই ইংরেজি মূল ভার্সাসগুলো পড়বেন এবং বুঝার চেষ্ঠা করবেন। সাথে দেয়া আমার নিজের লেখা বাংলা ভাবানুবাদগুলোকে বেশী আমলে নেয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ।
(১) দৃষ্টি ভঙ্গিঃ জীবন যেখানে যেমন।
(২) কোথায় পড়ে গেলাম তাঁর চেয়ে অধিক উত্তম কোথায় পা হড়কালাম।
(৩) দৃষ্টি ভঙ্গি-০২ঃ জীবনকে কে কীভাবে দেখি তা খুবই গুরুত্বপূর্ণ।
(৪) সুখ ব্যক্তির নিজের উপরই নির্ভর করে।
(৫) বলার চেয়ে কার্যে পরিণত করাটাই অধিক যুক্তিযুক্ত এবং রিমার্কেবল।
(৬) সবার সাথেই সদাচারী হই কারণ, চলার পথে কখনো না কখনো তাদের প্রয়োজন হবেই।
(৭) যে সময়টুকু উপভোগ করেছি তাকে সময়ের অপচয় বলা যায়না।
(৮) নিজের দুঃখ, গোপনিয়তা বন্ধুকেও বলতে নেই। আর, শত্রুকে তো বলাই যাবেনা, কারণ, সে তা বিশ্বাস করবে না।
(৯) অন্যের অনিষ্ট করার ইচ্ছা হলে নিজের অনিষ্টের জন্যও প্রস্তুত থাকতে হয়।
(১০) ভয়ের অভাবকেই সাহসিকতা বলেনা বরং ভয়কে মোকাবেলা করার সক্ষমতাকেই সাহসিকতা বলে।
(১১) অন্যের উন্নতি বা সমৃদ্ধি দেখে ভাবিত না হয়ে নিজের উন্নতির দিকে মনোনিবেশ করাই শ্রেয়।
(১২) নিজের ভবিষ্যত নিজেকেই গড়ে নিতে হয়।
(১৩) অতিতের কারো বিষয়ে চিন্তার দরকার নেই। কারণ, তারা আমাদের নিজেদের ভবিষ্যত তৈরি করে দিবেনা।
(১৪) সম্পদের ওপর সুখের একটাই অগ্রগামীতা আর, তা হলো এই সুখ কেউ ধার করতে পারে না।
(১৫) সব কিছুর ঘটার পিছনে কারণ থাকে।
(১৬) কাউকে ক্ষমা করে দেয়াটা অন্যের জন্য করুণা নয়, তা বরং আমাদের নিজেদের চলার পথের মঙ্গলের জন্যই করতে হয়।
(১৭) সেটাই ভিন্নতা যা আমাকে সুন্দর করে।
এই ছবিগুলো বিখ্যাত আইরিশ সংগীত শিল্পী Eithne Ní Bhraonáin, যিনি Enya নামেই সমধিক পরিচিত তাঁর গাওয়া বিখ্যাত গান ফিলোসোফি অব লাইফ এর ভিডিও থেকে সংগৃহীত। গানের ভাষা বুঝাটা খুবই দুষ্কর কিন্তু সঙ্গিতের তাল,লয়, ছন্দ, সূর সব কিছুতেই একটা স্পেশালিটি রয়েছে। গানটা ইউটিউব থেকে ডাউনলোড করে শুনতে পারেন। অসাধারণ! আশা করি সবারই ভালো লাগবে। গানটি যখন প্লে হবে আর তাঁর সাথে লাইফের ফিলোসোফিগুলো ফ্লো করবে তখন তা কারোরই ভালো না লেগে পারবে না। আমি গানটির ডাউনলোড লিঙ্ক সরাসরি দিয়ে দিচ্ছি। ইনজয় এন্ড হ্যাভ ফান। philosophy of life
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৫৪