(খ) ওয়ার্ক ইন্টেলিজেন্টলী!
(গ) হাতের কাছেই রয়েছে সব কিন্তু দেখিনা!
(ঘ) থার্ষ্টি ক্রো-র গল্প আমরা সবাই জানি। পুরাতন আমলের তৃষ্ণার্ত কাক পাথর ফেলে ফেলে কলসের তলার পানি খাবে, কিন্তু বর্তমান যুগের আধুনিক কাক! তার অত সময় নাই, সে স্ট্র জোগাড় করে দ্রুত পানি খেয়ে উড়াল দিবে। এজন্য আমরা যে, যে পেশারই হয় না কেন, যে সাবজেক্টের টিচারই হই না কেন, সবসময় নিজেকে আপডেট রাখতে হবে।
(ঙ) মহামূল্যবান উক্তি সমূহ! সত্যিই অসাধারণ!
(চ) এই ছবিতে দেখি….আমাদের মধ্যে কয়টি আছে?
(ছ) আর্নেস্ট হেমিংওয়ের অমর কথা গুলো কতই না দরকারী!
(জ) অনেক চেষ্টা করলেন কিন্তু সফল হতে পারছেন না, সামনে আর কোন পথ দেখছেন না, তাহলে আমরা বলব, আপনি যদি কোন পথ নাইই পান তাহলে নিজের পথ নিজেই তৈরি করুন। আর্মিদের ভিতর একটা কথা আছে, নতুন সিপাহীদের প্রশিক্ষণের সময় এমন এমন কঠিন কাজ দেয়া হয় যে, তাদের পক্ষে করা অসম্ভব হয়ে পড়ে। এসময় কেউ কেউ বলে, এটা করা মোটেই সম্ভব না, তখন অফিসার “পয়দা কর” কথাটি বলেই চলে যান। ঠিক সেভাবেই আমাদেরও নিজেদের রাস্তা নিজেকেই পয়দা করতে হবে্ কারও আশায় থাকা যাবে না।
(ঝ) আত্ম মূল্যায়িত হওয়া। এই বাচ্চাটির পক্ষে কি গাড়িটা ঠেলে সামান্যতম দূরেও কি নেয়া সম্ভব? তদূপরি সে নিজে নিজেই চেষ্টা করে যাচ্ছে। তাহলে আমরা কেন চেষ্টা করব না?
(ঞ) ভারতের প্রয়াত রাষ্ট্রপতি পরমাণু বিজ্ঞানী, এ.পি.জে আবুল কালামের এই উক্তিগুলো ভালো করে স্মরণ করুন।
ধন্যবাদ শ্রদ্ধেয় এম ওয়াজির হোসাইন (কম্পিউটার অপারেশন সুপারভাইজার, টিটিসি, যশোর) স্যারকে তাঁর সুন্দর মোটিভেশনাল প্রেজেন্টেশন আইডিয়ার জন্য। আমি স্যারের আইডিয়াকে ঈষৎ পরিবর্তন করে এটাকে জেপিজি ফাইল বানিয়ে প্রিয় ব্লগের সবার জন্য প্রেজেন্ট করলাম।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৭ রাত ২:২৫