যখন দহন দিনে সুখ পায়রা যত
পালিয়ে যায় দূরে,
আর, সঙ্গীহারা আমাকে ব্যথা
খায় কুঁরে কুঁরে।
শয়নে-স্বপনে, যাপিত দিনে,
একেলা নীশি সঙ্গোপনে,
যবে, কাঁদে হিয়া মোর কাতর স্বরে,
তখন, বন্ধু তুমিই এলে পাশে,
আদর মাখা পরশ হয়ে,
যাতনা ঘুচা শান্তনা হয়ে,
বেদিশা মনে বুদ্ধি হয়ে,
শ্রান্তমনে শক্তি হয়ে,
রইলে আমার চারিধারে,
আটপ্রহরে ধারে ধারে,
হৃদয় কাড়া গানের সুরে,
ছন্দমায়ার কাব্য হয়ে,
আপন করে ভালবেসে!
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ রাত ১২:৩৬