-কি করো?
-বারান্দায় বসে চাঁদ দেখি...
-একটা কথা বলব?
-বলো
-আমাকে বিয়ে করবা?
-হঠাৎ বিয়ে করার খাউস হইল কেন??
-এই, এইরকম বিশ্রী ভাষায় কথা বলবা না তো... মেজাজ খারাপ হয়ে যায়...
-আচ্ছা ঠিক আছে... বিয়ে করতে চাইলে কেন এবার বলো...
-বিয়ে করলে তোমাকে যখন ইচ্ছা চুমু খাওয়া যাবে...
-ইয়া মাবুত... এই মেয়ের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি...
-মাথা খারাপ হবে কেন??? আমাকে বিয়ে করলে চুমু খাবা না??
-সেটা কি আর বলা লাগে...
-বিয়ের তারিখ ঠিক করো...
-উম্ম... উম্ম... ১১/১২/১৩...
-ওয়াও আমি তো খেয়ালই করিনি... এত সুন্দর একটা তারিখ এই বছর আছে...
-হেহে
-আচ্ছা বিয়ের পর তো আমাদের ছেলেমেয়ে হবে... তাঁদের নাম কি রাখব?
-চারটা ছেলেমেয়ে থাকবে তো...
-ঐ বদমাইশ... চারটা মানে... দুইটা থাকবে... বুঝলি...
-বুঝলাম...
-এইবার ওদের নাম বল...
-প্রথম জনের নাম রাখব #ব্যোমকেশ_বক্সী
-কিসের বাক্স?
-বাক্স নারে, পাগলি... বক্সী, বক্সী... ব্যোমকেশ বক্সী
-ধুর... নাম উচ্চারণ করতে যেয়েই তো আমার দাঁত ভেঙ্গে যাচ্ছে... অন্য নাম বলো...
-আচ্ছা... তোমার নামের সাথে মিলিয়ে রাখব “সত্য”... আমার নামের সাথে মিলিয়ে রাখব “জিৎ”(আমাদের ডাক নামের আদ্যাক্ষর দিয়ে)... একসাথে সত্য-জিৎ... সুন্দর না??
-না... কেমন হিন্দুদের মত নাম হয়ে যায়... তোমার আর আমার নাম কি সুন্দর মুসলিম নাম... দুটো মুসলিম নাম ঠিক করো না...
-আচ্ছা... তাহলে বড় জনের নাম রাখব “পেয়ার আলি”, আর ছোটজনের নাম রাখব “মোহাব্বত খান”... আমরা ওদেরকে “পেয়ার-মোহাব্বত” বলে ডাকব... :v :v :v
-হাহাহহাহাহাহাহহাহাহাহাহাহাহাহাহাহাহা... ফয়সাল, তুমি না পুরা একটা জোকার... হাহাহাহাহা... আল্লাগো, হাসতে হাসতে আমার পেট ব্যাথা হয়ে গেল... তুমি এত হাসাও কিভাবে বলো তো...???
-
-হাহাহা...
-নিজের বউয়ের কাছে জোকার হওয়া যায়...
-আমি তোমার বউ...???
-কেন তুমিই তো একটু আমাকে বিয়ে করতে চাইলে... :o
-ও তাই তো... হিহিহি... আসলে কি জানো, আজকে আমার মনটা খুব খারাপ ছিল... তুমি ভালো করে দিলে... এইজন্যেই তোমাকে আমার এত ভালো লাগে...
-
========================================
কি আশ্চর্য, ১১/১২/১৩ তারিখেই অদিতির Engagement হয়েছিল... তবে আমার সাথে না... অন্য আরেকজনের সাথে... এটা তার মাস দুয়েক আগেকার কথা... ১১/১২/১৩ তারিখেই আমাদের শেষ কথা হয়...
সৃষ্টিকর্তা মাঝে মাঝে আমাদের সাথে খুব নিষ্ঠুর আচরণ করে... কেন করে???
একটা গানের কথা খুব মনে পড়ে, "ভালোবেসে চলে যেও না, ভালোবেসে চলে যেতে নেই..."
সংগৃহীতঃ ফয়সাল নামক আমার এক ভাইয়ের লেখা