-আসসালামু আলাইকুম (আপনার উপর আল্লাহ্র পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক)
-ওয়ালাইকুমুস সালাম (আপনার উপরও আল্লাহ্র পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক)
যে কাউকেই সালাম দেয়া যায়... সে ছোট হোক কিংবা বড় হোক কিংবা বন্ধু হোক... ধরেন, আপনার সাথে আজকে বিশ জন মানুষের দেখা হয়েছে, ২০-২৫ জন আপনাকে ফোনে কল করেছে... সবাইকে সালাম দিয়ে, তারপর কথা বলা শুরু করুন... কারণ যখন আপনি সালাম দিবেন, তখন আপনার উপর আল্লাহ্র পক্ষ থেকে শান্তি বর্ষিত হবে... আপনার মনটাই ভালো হয়ে যাবে... আপনি যদি কোন কারণে রাগান্বিত কিংবা উত্তেজিত থাকেন, দেখবেন আপনি শান্ত হয়ে গেছেন...
পরিবার থেকেই শুরু করেন... ঘরে প্রবেশ করে বাবা,মা,ভাইবোন,স্বামী/স্ত্রী,ছেলেমেয়ে সবাইকে সালাম দিন... প্রথম প্রথম একটু কেমন জানি লাগবে... তাও শুরু করেন... একসময় অভ্যাস হয়ে যাবে... দেখবেন পরিবারে শান্তি বিরাজ করছে... আর আমরা জানি, পরিবার নিয়ে সমাজ, সমাজ নিয়ে রাষ্ট্র... পরিবারে শান্তি থাকলে, দেশেও শান্তি চলে আসবে...
আমরা সবাই শান্তি চাই... পৃথিবীতে এমন একটা মানুষও পাবেন না, যে বলবে আমি অশান্তিতে থাকতে চাই... কাউকে পাবেন না
আমরা তাহলে এখন থেকেই শুরু করি...
আসসালামু আলাইকুম (আপনার উপর আল্লাহ্র পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক)