ব্লগের সবাইকে একটি সু-খবর শেয়ার করার জন্য আজকের পোস্ট। ব্যক্তিগত ব্যস্ততায় ব্লগে ক’দিন আসতে পারছিলামনা। ০২/১০/২৪ খ্রিঃ দুপুর ২।০০ ঘটিকায় ২য় সন্তানের বাবা হলাম। আলহামদুলিল্লাহ। বাবুর জন্য সবাই দোয়া করবেন।
আমার কন্যা ভাই পেল। সে অবশ্য প্রথম থেকে একটি বোনের প্রত্যাশী ছিল। তাকে প্রায় তার মা বলতো তোমার ভাই না বোন কোন বাবু লাগবে। সে বলতো বোন বাবু।
কেন কোন বাবু কেন ভাই নয় ? এই প্রশ্নের উত্তরে সে চুপ করে থাকতো। আমার খুব জানতে ইচ্ছে করতো সে ছেলে বাবু কেন পছন্দ করেনা, কেন মেয়ে বাবু তার পছন্দ। তাকে একটি চুপি চুপি আদর করে জিজ্ঞাসা করলাম। সে অনেক ক্ষন চুপ করে থেকে আমাকে যে উ্ত্তরটা দিল সে শুনে আমি অবাক হলাম এবং বুজলাম মানুষ বড় হোক বা ছোট হোক অনেক কিছু সে বাস্তবতা থেকে শিখে।
মেয়ের উত্তর ছিল ছেলে বাবুরা খেলা করার সময় মারে(গায়ে হাত তোলে) আর মেয়ে বাবুরা মারে না। তাই তার ছেলে বাবু পছন্দ নয়। আমার মেঝ ভাই এর ছোট ছেলেটা খেলার সময় এটা সেটা নিয়ে ঝগড়া বাধাতো আর আমার মেয়েকে মারতে চােইতো, সুযোগ পেলে মারতো।
শেষের দিকে এসে আবার বলতো আমার একটা ভাইয়া বাবু লাগবে আর দুইটা বোন বাবু লাগবে। বাবুকে পেয়ে সে খুশি।
ছবি সৌজন্য-iStock
LIMITED DEAL: 20% off with PIXABAY20 coupon
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:১০