ছয় জেলা বন্যায় আক্রান্ত, ক্ষতিগ্রস্ত প্রায় ১৮ লক্ষ মানুষ ।বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, আকস্মিক বন্যায় বাংলাদেশের ছয়টি জেলার প্রায় ১৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, গত ২০শে অগাস্ট থেকে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী এবং মৌলভীবাজার জেলায় প্রায় দুই লাখ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেয়ার জন্য মোট এক হাজার ৩৫৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
এছাড়া চিকিৎসা সেবা দিতে ৩০৯টি মেডিকেল টিম চালু হয়েছে বন্যা কবলিত এলাকায়।
আকস্মিক বন্যার পানি ফেনী ছাপিয়ে এখন কুমিল্লার বহু এলাকা প্লাবিত করছে। বিশেষ করে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের চৌদ্দগ্রাম বাজার পানিতে তলিয়ে যাওয়াতে এই মহাসড়ক এখন কার্যত বন্ধ।
এছাড়া, বন্যার পানিতে মহাসড়কের বিভিন্ন স্থান তলিয়ে যাওয়ায় সেগুলো হুমকির মুখে পড়েছে।
বন্যার কারণে মহাসড়কের উভয় পাশে ২০ কিলোমিটারের মতো দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
তথ্যসূত্র: বিবিসি বাংলা।
ভারতের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয়ায় এই বন্যা পসিস্থিতি সৃষ্টি হয়েছে। সকাল থেকে ইউটিউবে বন্যা পরিস্থিতির অনেকগুলো ভিডিও দেখে মনটা খারাপ লাগছে। ৪০ বছরের রেকর্ড ভেঙ্গে ফেনী পানিতে তলিয়ে গেছে। মানুষের যে সীমাহীন দুর্ভোগ তা বলার বাহিরে। দ্রুত অবস্থার উন্নতী হোক। নিরাপদে থাকুক মানুষজন।
ছবি-ফেসবুক থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:২৬