তুমি ভালবাসবে
আর তোমার দু’চোখ জলে ভাসবে না
বিরহের অনলে পুড়বে না হৃদয়
এর নামতো প্রেম নয়।
নদীও ছুটে চলে
প্রণয়ের জল বুকে নিয়ে সিন্ধুপানে
মোহনায় এসে চরণ চুমি
পেরিয়ে সাগর, অরণ্য মরুভূমি।
তুমি প্রেমে পড়বে
আর বুকে উঠবে না হারানোর ঝড়
পিছু নেবে না কলঙ্কের ভয়
এর নামতো ভালবাসা নয়।
ফুল ঝড়ে গেলে
কে তাকায় ভালবেসে তার পানে
কুসুম ফুটিতে চায় ভ্রমরের প্রেমে আবার
ভুলিতে গত জন্মের স্মৃতির হাহাকার।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪২