সুজানগরে পূজা এলো
প্রতিমারা অপরুপ রূপে সেজে উঠে
ঢাক, ঢোল, সানাই, নৈবেদ্য, প্রসাদে আর
হরেক রকম মানুষের ভীড়ে মহিমের কেবল মনে পড়ে-
মনসামঙ্গলের কাহিনী-যেথায় চম্পক নগরের বণিক চাঁদ সওদাগর;
মনসা পূজার প্রচলন না করায় মনসার শাপে
পুত্ররা তাঁর সর্প দংশনে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সংকিত হয়ে লখিন্দরের বাসর সাজায় সুনিপুণ করে
তবুও বেহুলার স্বামীরে সর্প দংশন করে
ভেলায় ভাসিয়া বেহুলা চলে গ্রামের পর গ্রাম
স্বামীর জীবন ফিরে পাবে এই অলৌকিক আশায়
তাঁর দুঃখে ফুটে পথের ঝোপে ভাঁটফুল আবার ঝরে পড়ে
অবশেষে স্বর্গে মনসারে খুশি করে স্বামীর জীবন ফিরে আনে
আজরেক পূজায় সেই কাহিনীর ছিটা ফোটা নেই আর কোন খানে
কেবল মহিমের চোখে চেয়ে থাকে বেহুলা বাংলার পানে।
ছবি-নেজের আঁকা।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২১