প্রিয় নীল আকাশ,
শুভ্র বিকেল। আমি ব্লগার হইছি তাই জন্মভূমির রঙ্গমেলাসহ বাংলার মেলায় স্বাগতম। রেজা ঘটক বলেছে-পদ্মপুকুরে জল ও ফেনা নেই এটা নতুন তথ্য নয়।
জুন মাসে সাদা মনের মানুষ আরোগ্য লাভ করেন বলে জানিয়েছেন ডা: এম এ আলী। মনিরা সুলতানার কেয়া পাতার নৌকায় আরোহী আশা নিয়ে উঠে পড়ুন। শিখা রহমানের অব্যক্ত কাব্য অজানা পৃথিবী হয়েই রইল।
পরবাসে অকপটে ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ এর কথা বলবেন না সমালোচক মন্তব্যকারীর মত। এতে করে আপনি ধুতরা ফুল হলে আমি ভ্রমরের ডানা, আপনি কর্পোরেট শয়তান হলে আমি ৎৎৎ হতেই পারি। মোরতাজা মি. সিম্পলম্যান হলে ক্ষতি কি ? বিদ্রোহী ভৃগু ডার্ক ম্যান নয় সুখী মানুষ।
সেলিম আনোয়ারের প্রথম কথা কাব্য। নীচু তলার উকিল বলেছেন- চানচুড় আর বক মাংস মাখিয়ে মুড়ি খাবেন না কি সামু পাগলা০০৭ এর আড্ডা ঘরে গিয়ে তারেক ফাহিম, তারেক মাহমুদ, ফাহিম সাদি, আরফআহনাফ, মোস্তফা সোহেল, পুলক ঢালী ও আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম ভাইদের সাথে আড্ডা মেরে মাহমুদুর রহমান সুজন ভাইয়ের পরিবেশিত দেশী খাবার খাবেন ?
যুক্তি না দিলে যু্ক্তি দাও এর কথা শুনে সাত সাগারের মাঝি থাকতে অভিশপ্ত জাহজীকে কেন ডাকছেন। অপু দ্যা গ্রেট নয় অপু তানভীরের গল্প হিট কিন্তু মন্তব্যে খরা চলছে। নাঈম জাহাঙ্গীর নয়নের কন্ঠে নীলপরির লেখা গান দারুণ শোনায়। রাকু হাসানের বানান নিয়ে পোস্ট প্রিয়তে রাখেছেন নিশ্চয়। এদিকে পদাতিক চৌধুরির ধারাবাহিকটি জমেছে খুব।
কাল্পনিক ভালবাসায় দুঃখহীন পৃথিবী আছে। সেথায় দিশে হারা রাজপুত্র খুঁজে ফিরে কঙ্কাবতী রাজকন্যা আর বানেছা পরীকে। গেছো দাদার উদাসী স্বপ্ন শেষ হবেনা তাই ভাবছি খাজা বাবার দরবাড়ে যেতে হবে যদিও পলাশ বাবা রাগ করবেন।
অন্তরঙ্গ কথা বলার সময় এটা না। এক বছর অন্তরন্তর এখন কেউ আর চিঠি দেয় না। সেই দুঃখে জাতির বোঝা যাযাবর জোনাকীর পথ ধরেছে। যাযাবর রাজা রিটার্নস এসেছে সাথে ব্লগ সার্চ ম্যান ও সম্রাট ইট বেস্টকে নিয়ে তাই খুশি সচেতন হ্যাপী।
সোহানীর বাথরুম বিড়ম্বনা ভাললাগলেও চাঁদগাজীর ম্যাও প্যাও ও রাজিব নুরের টুকরো টুকরো সাদা মিথ্যো মনে ধরেনি আপনার। কাজী ফাতেমা ছবি কবি হলে অশান্ত তারেককে থামানো মুশকিল। ল নিন্দার নরকে সাইন বোর্ড ঝুলিয়ে কবিতার রসায়নে স্নিগ্ধ মুগ্ধতা প্রকাশ করায় পাঠকের প্রতিক্রিয়া বেশ দেখা দিয়েছে।
রাফা বলেছেন-আপনি দেশ প্রেমিক বাঙালী। তাই চোরাবালিতে পা দেবেন না। কখনো স্বপ্নের সঙ্খচীল বা সোনাবীজ অথবা ধুলাবালু ছাই হতে ইচ্ছে করে। বাক প্রবাস বলেছেন-ভুয়া মফিজের কথা ভুয়া নয় আর ঠ্যাঠা মফিজতো ইতিহাস।
সামুরার পোস্টে মন্তব্য নেই রাবেয়া রাহিম, সুচরিতা সেন ও মৌমুমুর। ওমেরার সাথে তর্ক শেষ হয়েছে অর্কের। এদিকে আরকিওপটেরিক্স এর সামু বিশ্ববিদ্যালয়ে মিশরীয় সম্রাট আখেনাটেনের আগমনে হৈচৈ পড়ে গেছে। সেথায় সনেট কবির ছাত্র হাবিব স্যার ও নজসু। নতুন নকিব ও এস এম ইসমাইল এর ধর্মীয় পোস্ট দারুণ সাড়া জাগায়। অবসরে আছেন খায়রুল আহসান।
চেতন আর কেতন দুই ভাই নয়। করুণাধারায় আটলান্টিকের মত হোক জীবন। ব্লগটা হোক চঞ্চল হরিনী। ফাহমিদা বারী ও মিথি মারজানের সাক্ষাৎ না পেয়ে হাসান মাহবুবের দারস্ত হয়েছেন। মাহবুবুল আজাদের বই না কিনে অগ্নি সারথীর ভক্ত হয়েছেন সামিয়ার হ্যালোশিনেসন পড়ে নিশ্চয় এটা নীল সাধুর কারসাজি।
বন্ধু তুহিন স্বার্থপর হলেও স্রাঞ্জি সে ও বিজন রয় দারুন সংকলন পোস্ট দিচ্ছেন। কিন্তু আহমেদ জী এস ও সুমন করের কবিতা পাইনা অনেক দিন। ইদানিং সাহসী সন্তান টারজান০০০০৭ কে নিয়ে মলাসইলমুইনার খোঁজে বেরিয়েছে। সাজ্জাদ আছে বলেই মালয়েশিয়ার খবর পাই।
আপনি জানেন না জাহিদ অনিকের প্রথম বন্ধনীতে শায়মার কারুশিল্প আটকে গেছে আর এটা নিয়ে রম্য লিখছে গিয়াস উদ্দিন লিটন। সত্যপথিক শাইয়্যান সত্যের ছায়ার অন্বেষণে আছে। কিরমানী লিটন ও স্বপ্নবাজ সৌরভ বলেছে-মাহবুবুর রহমান টুনুর আবৃত্তি শোনে কেউ তাকে শিকদার বাড়ির পোলা ও গ্রামের ছোট ব্লগার ভাবা ঠিক হবেনা।
সিগন্যাস ও উদাস মাঝি কি দিকশূণ্যপুরের যাত্রী হলেন না কি ? পবিত্র সোহেন কি রানার ব্লগ পড়ে না। ফয়সাল রকি বলেছে- ফিচারে নূর মোঃ নূরু ও কাউছার চৌধুরী সেরা। নুরুন নাহার লিলিয়ান আপু ফেসবুকে ব্যস্ত। অহরিতের গল্পের সাথে ইমন জুবায়েরের গল্পও পড়ে দেখবেন।
কথার ফুলঝুরি ফুটাতে পারবনা আমি ব্লগ মাস্টার নই। আনমোনা হয়ে ইতিহাসের পাঁতিহাস ভেবে চিঠিখানা রুরুভাবে ফেলে দিবেন না।
মুমু পাখিকে দেখে উড়ে গেল বেয়াদব কাক। নাবিক সিনবাদের খোঁজ না করে উত্তর দিন।
ইতি
মোঃ মাইদুল সরকার।
ছবি ইমেজ-নিজের করা।
বোল্ড করা লাইনগুলো ব্লগারদের নিক নেম ব্যবহার করে চিঠি সাজানো হয়েছে। যাদের নাম এলো না তাদের জন্য দুঃখিত।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৮