উৎসর্গ-সকল মুক্তিযোদ্ধাকে
আমরা যুদ্ধশিশু কেউ বা বলে ভিন্ন সুরে যুদ্ধের ফুল
যে নামেই ডাকুকনা কেন জীবন যুদ্ধে বুঝে গেছি-
জন্মের দায় কেউ নিবেনা, মোদের পৃথিবীতে আসাই ভুল।
আমার প্রাণের অঙ্কুরোদগমে আমারতো অপরাধ নয়
নষ্ট সমাজে অনাদর আর কষ্টের নোনা জলে মুছে যায়-
রক্তে লাল সেই স্বাধীনতা আমার-আমাদের আসল পরিচয়।
তবুও জীবন থেমে নেই বয়ে যাচ্ছে নিরবধি বহতা নদীর মত
অজানায় অন্ধকারে হারিয়ে গেলেও খোঁজার কেউ নেই-
মুছে দিবেনাতো পরম যত্নে এ রক্তাক্ত হৃদয়ের গভীর ক্ষত।
মৃত্যু এলেও বলবো হাসি মুখে ‘যুদ্ধের ফুল’ নেইতো ভয়
স্বাধীনতাই আমার জন্ম বৃত্তান্ত, আমার আসল পরিচয়।
ছবি-নিজের তোলা।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬