ব্লগে অনেকেই আধুনিক কবিতা পোস্ট দেন। অনেকের কবিতাই বেশ সুন্দর। দুর্বোধ্য দু’একটা শব্দ থাকে। তাই বলে আধুনিক কবিতা মানেই দুর্বোধ্য শব্দ নয়। আবার ইদানিং অনেক কবিই আধুনিক কবিতায় এমন সব শব্দ প্রয়োগ করেন পাঠকের চুল ছেড়ার দশা হয়। কবিতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে হবে। ১ লাইরেও যেমন একটি কবিতা হতে পারে তেমনি ১০০ বা তারও অধিক লাইনেরও কবিতা হতে পারে। কবি কি লিখবে এটা তার একান্ত ব্যাপার। আধুনিক কবিতা আরও হৃদয়গ্রাহী হয়ে উঠুক এটাই চাই।
দাবা খেলা
উৎসর্গ-যারা আধুনিক কবিতা পছন্দ করে না তাদেরকে।
তুমি দাবার কোট নিয়ে বসতে বিকাল বেলা
সাথে বন্ধু ও সিগারেটের ধূসর ধোয়া
ঘন্টার পর ঘন্টা পার ভাবনার জটে
চায়ের পেয়ালা অনাদরে অনেকটা শূণ্য।
কেউ একজন বসে থাকতো তোমার প্রতীক্ষায়
এই উঠি উঠি করেও তোমার উঠা হয়না আর
মন্ত্রী মহোদয়ের সাথে রাজাকেও বাঁচাতে হবে
কিছুতেই মানা যাবেনা খেলায় পরাজয়।
কত বৃষ্টি বিলাসের সন্ধ্যা হারিয়ে গেছে
তার চোখে রাখা হয়নি চোখ বহুদিন
খেলাতেই যেন তোমার মস্তিষ্কের সুখ
যেন তিপান্তরের মাঠে চিন্তার ঘুরপাক।
একদিন আমাকেও শিখালে বসালে পাশে
খেলাতে মন নেই, মন ছুঁটে তোমার পানে
হেরে গিয়ে দেখি তোমার মুখ এইতো সুখ
এলোমেলো হয়ে যায় দাবা কোটের বুক।