ব্লগীয় রসের প্রথমবার যাদের নাম এসেছিল সবাই খুশী হয়েছিলেন। অনেকের আক্ষেপ ছিল না নাম আসায়। আজ তারা চোখ রাখুন যারা বাদ পড়েছিলেন এখানে-
১। সম্প্রতি যিনি গল্প লেখায় করেছেন পাশ-নীল আকাশ।
২। কবিতায় যিনি সময় করেন পার- সেলিম আনোয়ার
৩। বিরহী কবিতা যিনি করন চয়ন-নাঈম জাহাঙ্গীর নয়ন।
৪।ব্লগ ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই জাপান-মিথী-মারজান।
৫।কাব্যে যে মনের কথা কয়-বিজন রয়।
৬। নিজের লেখার যত্নে যে পাগলপারা-করুণাধারা।
৭।গল্প লেখায় যিনি বীর-অপু তানভীর।
৮।কোথাও তার উড়িবার নেই মানা-ভ্রমরের ডানা।
৯। পাঠক তার কথায় মারেন তুড়ি-কথার ফুলঝুরি!
১০। ছবি তোলায় ষোলআনা আছে যার হুশ-সাদা মনের মানুষ।
১১। মন্তব্যে যিনি ঘটান ক্রিয়া-বিক্রিয়া-পাঠকের প্রতিক্রিয়া!
১২।আরেকটা নতুন চটি গল্প ধর-কাইকর।
১৩। পোস্ট হিট না হলেও কাঁদেনা যে বে- স্রাঞ্জি সে।
১৪। ঠিক মত ব্লগ না চললে খেতে হবে ধরা-অপ্সরা।
১৫। ছবি হয়ে যান যখন কবি-কাজী ফাতেমা ছবি।
১৬।কবিতায় তৃষ্ণার জল মিঠায় ক্ষনিক-জাহিদ অনিক।
১৭। গদ্যে-পদ্যে যিনি বিবিয়ানা-মনিরা সুলতানা।
১৮। পোস্টের কথাগুলো নয় তরল-গড়ল।
১৯। ওপার বাংলার জীবন ও কথা তুলে ধরি -পদাতিক চৌধুরী।
২০।বয়স কম হলেও নয় আত্মভোলা-মৌরি হক দোলা।
২১। একটা পোস্ট দিয়ে অনেক দিন থাকেন হীম-তারেক ফাহিম।
২২। ব্লগে যে থাকেনা থামিয়া-সামিয়া।
২৩। কবিতা যার বসত ঘর-সুমন কর।
২৪। বুকে যার ভালবাসা আছে টনের পর টন-গিয়াস উদ্দিন লিটন।
২৫। গল্প কবিতায় ভাব করি-নীলপরি।
ছবি-নিজের তোলা।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৭