এই শীতে সেই গীতে কাকে মনে পড়ে তোমার
চির দিনই কিছু স্মৃতি থাকুক অম্লান এই আমার।
মায়ের কথা পড়লে মনে হয়ে যাই কেমন আনমনে
মোদের মুখের দিকে চেয়ে শত দুঃখ সয়েছে এ জীবনে
বাবার শাসন দিয়েছে ভয়, করেছে গোপনে কত আপন
কখনো সোহাগে ভাঙ্গাত রাগ দূর হতো ভয়ের কাপন
কোথায় হারিয়ে গেল তারা চিরতরে কোন দূর অজানায়
খবর নিতে যাইনা এখন আমি সেই কবরের ঠিকানায়।
ছিল ভাই-বোনের আদর মাখা স্বপ্নময় রঙিন দিন
শোধিতে পেরেছি কি হায়! অবেলায তাদের ঋণ
জীবনের পরতে পরতে জড়িয়ে ছিল যে প্রিয়তমা
সেও মরনঘুমে বুঝিয়ে দিয়েছে জীবনের নেই দাড়ি-কমা।
সন্তানেরা বড় হয়েছে আবার হয়েছে তাদের ঘর
এই বিশ্ব সংসারে এখন আমি একা হয়েছে সবাই পর
তবুও তারা জনম ভর থাকুক সুখে, থাকুক দুধে-ভাতে
শূণ্যতা, একাকীত্ব আর স্মৃতি নিয়ে বেঁচে থাকা দিন-রাতে।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩০