From my childhood i have been learnt to be a silent observour like any other else ,feel and see every thing but do nothing . May be it is the most selfish thing but most of the human being love to do this because they have lack of courage.While growing up i decided to break to the weakness take steps towards the courage and i bacome amazed.I have found out many things.I have found out that life is not as like as fairy tale.I have found out heven and hell in the same parson.I have found out hero but with the passing of tym he become villain.And some tym villain turnd into hero.
রোজ ভাবি কাল খুব ভোরে ঘুম থেকে উঠবো।শহরতলি এই মাথা থেকে ওই মাথা ছুটে বেড়াবো।অথবা বাসার পাশে উঁচু পাঁচিলটা আছে তাতে পা ঝুলিয়ে ঘন সবুজের দিকে চেয়ে থাকবো।কিন্তু এর কিছুই করা হয় না।একটা সময় ছিলো যখন ভালো আর মন্দে সব কিছু কেমন জানি গুলিয়ে যেত।কিন্তু আজকাল অনেক কিছুই বুঝি ।চেয়ে চেয়ে দেখি।আহ এক জীবনে অনেক কিছু দেখে ফেলছি।আমি এক দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকি আম্মু বলে
" কি ভাবো??"
আমি বলি
"জীবন নিয়ে ভাবি"
আম্মু বলে "এত ভাবতে যেও না যত কম ভাববা ততই জীবন সহজ থাকবে বেশি ভাবলেই জটিলতা বাড়বে"
সত্যি ই কি তাই?? কি জানি জানি না কিছুই।আজকাল আর অনেক কিছুর উত্তর ই খুঁজে পাই না.......
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১৩