26 এপ্রিল 2017 সময় দুপুর 1 টা বেজে 39 মিনিট।
মাত্র একটা বই পড়ে শেষ করলাম ।বইটার রিভিউ লিখতে বসেছি না ফেসবুকে না আমার ব্যক্তিগত ডায়েরির পাতায়।আমার মনে হচ্ছে আমি আমার সেই জীবনটাতে ফিরে গেছি,যখন বাইরের দুনিয়ার সাথে পরিচয়টা বড্ড কম ছিলো।বই পড়তাম,কবিতা লিখতাম আর নিজের মনে হাবিজাবি ডায়েরির পাতায় লিখতাম।জীবন কি ঘুরে ফিরে এসে আবার একি জায়গায় থেমে যায় নাকি?? ঐ যে একটা গান আছে না..
"এই দিন নয় আরো দিন আছে
এই দিনেরে নিবে তোমরা সেই দিনেরও কাছে..."
কি ঘোর লাগা ছিলো সেই দিনগুলি স্কুল লাইফ ,কলেজ লাইফ কিংবাএকলা থাকার সেই দিনগুলি।আমি কখনো চাইনি আমার জীবনটা সহজ সাধারণ গল্পে কেটে যাক।আর সত্যি এখন মনে হয় অনেক ছোট ছোট দ্বন্দ্ব ঝগড়া ঝামেলা,রাগ অভিমান আর দু:খে মেতে ছিলো আমার জীবন,অবশ্যই এখনো মেতে আছে।মেতে ছিলো এই জন্য বলছি যে জীবন সম্পর্কিত সকল রাগ দু:খ না পাওয়া গুলোকেও আমি ভীষণ ভালোবাসি।এর পরতে পরতে এত গল্পেরা জমে আছে ভেবে অবাক হই।এই সমস্ত গল্প আমি বলতে চাই।সমগ্র সত্ত্বা দিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তেমন সু্যোগ যেন আমার মেলে।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫০