
তৃণভূমিতে বিচরণ করছিল বিশালকায় ষাঁড়। ভয়ঙ্কর গর্জন করে ছুটে এলো ডাঁশপোকা, হুঙ্কার ছাড়ল তার কানের কাছে। ষাঁড়ের বৃহদাকার শিংদ্বয়ের একটির অগ্রভাগে বসল সে একসময়।
কিছুক্ষণ বিশ্রামের পর উড়ে যেত উদ্যত হলো ডাঁশ। ষাঁড়ের কাছে গিয়ে উচ্চস্বরে সে বলতে লাগল, "প্রিয় ষাঁড়, শিংয়ের উপর আমার ওজনের কারণে মনোরম এ অপরাহ্নটি যদি বিনষ্ট হয়ে থাকে আপনার, মাফ করবেন। এক সহস্র বার ক্ষমা প্রার্থনা করছি আমি, কারণ আমার উপস্থিতি কোনোরূপ ব্যাঘাত ঘটাক আপনার, এ অভিপ্রায় কখনো ছিল না আমার। আপনি যেন ভাববেন না, আপনার নির্জনতা ও শান্তির প্রতি আমার কোনো শ্রদ্ধা ছিল না।"
ষাঁড় জবাব দিল, "সাড়ম্বর ক্ষমাপ্রার্থনায় ধন্যবাদ, হে ডাঁশপোকা। কিন্তু নিজেকে সম্ভবতঃ আপনি একজন বিশাল কেউকেটাই ভেবে থাকেন। বস্তুতঃপক্ষে আমি লক্ষই করিনি যে আপনি এখানে ছিলেন।"
ইশপের গল্প থেকে
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৫