লেপটপ কেনার আগে যা যা করবেন>>>>
১। কখনো তাড়াহুড়া করে কিনবেননা। যে দোকান থেকে কিনবেন। সেই দোকান কে ২ মাস অবজারভেশনে রাখুন। পারলে টুকিটাকি কিছু কেনেন।
২। কাসটমার সার্ভিস কেমন জেনে নিন। সত্য কথা হল অনেক নামিদামি কোম্পানির ম্যানেজার কম্পু বিষয়ে জটিল অনভিগগ।
৩। কম্পক্ষে ২ বছর ওয়ারেন্টির লেপটপ বা কমপু কিনবেন। পারলে আরো বেশি।
৪। দোকানের পরিবেশ দেখে নিন। যে দোকানের পরিবেশ ( রিপেয়ারিং রুম )
নোংরা সেই দোকান ভাল না ।
৫। আপনার প্রতি দোকানির মনোভাব বুঝে নিন। এমন ভাব যদি করে যে আপনি না আসলেও ক্রেতার অভাব হবে না । তাইলে নির্দিধায় লিসট থেকে বাদ দিন।
৬। ওয়ারেনটি পরবর্তী সার্ভিস জেনে নিন। কম টাকার যাতে সার্ভিস নিতে পারেন নিশ্চিত হোন।
৭। যে পন্যটি কিনবেন। তারা সেটি ব্যবহার করেছে কিনা জেনে নিন। এটি জরুরি। যে দোকানের টেকনিশিয়ান বর্তমান টেকনোলজির ( অপারেটিং সিসটেম, ইলেকট্রনিকস .....। ) কুন ধারনা নাই সেই কোম্পানি থেকে না কেনাই ভাল।
৮। আপনার পন্যটির সঠিক ভাবে হ্যান্ডেল করছে কিনা দেখুন। মনে রাখবেন যে যারা পন্যটির সম্পর্কে যত্নবান নয়। তারা আপনার প্রতিও তাই করবে।
অবশেষে বলতে বাধ্য হলাম। আমি একজন ভুক্তভুগী। এক নামিদামি কোম্পানি থেকে লেপটপ কিনেছিলাম। দুইমাসের মাথায় ডিসপ্লে নসট হয়। তারা সেটা চেনজ করে দেয়। সেই চেনজ করা ডিসপ্লে ৭মাসের মাথায় নস্ট হয়। আমি জানিনা যে কোম্পানির মাল ১ বছরও ঠিক ভাবে ব্যবহার করা যায়না। সেই কোম্পানির সততা কোথায়। সেই কোম্পানির উপরোক্ত গুনাবলির একটিও নেই। শুধু নাম আছে। বলতে পারেন। সার্ভিস ভাল তাই নাম করেছে। আমি বলি যারা কমপু অজ্ঞ তারাই ঐ দোকান থেকে নিতে পারেন। শুধু মিস্টি কথায় কাম হয়না। যখন ডিসপ্লে ঠিক করাতে নিয়ে গেলাম। তাদের কথা শুনে মনে হল আমি এক আবাল আর আমি আমার রিপেয়ার্ড লেপটপ পেয়েছিলাম। পুরনো ভাংগা কর্কসিট এর মধ্যে মোড়ানো অবস্থায়।
যাইহোক পুসট শেষ।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৪৯