মন খারাপের জানালায় ডানা ঝাপটানো উচ্ছ্বাস আবার আসুক
বিপন্ন মানুষের হাহাকার থেমে গিয়ে অনির্বাণ আগুন উৎসব ধেয়ে আসুক,
নীরবতার ঢাকনা খুলে ঠান্ডা আপেলের শরীর বেয়ে নেমে আসুক ঊর্বশী প্রেম ।
আবার ভিজুক
আষাঢ়ের জোছনায় ভিজে যাক অনুভবের ছোট্ট উঠোন,
শ্রাবণের কান্নায় ভেসে যাক সব কোলাহল,
আবার ধান কাটা মাঠে, আশ্বিনের বিলে
প্রীতপদ উল্লাসে ফেটে পড়ুক কৃষকের উদোম বুক
ইতিহাসের কোল পেতে আবার ফিরে আসুক জৌলুসের বাহারি গীত ।
আবার লিখুক
শব্দের বালিশে ঠেস দিয়ে ডজনখানেক ইলিয়াড লেখা হোক
একটা ভালো কবিতার জন্য সুনীল বাবু অমরত্ব তাচ্ছিল্য করেছিল
শুধু কবিতার জন্য আরো কিছুদিন বেঁচে থাকার লোভ জেগেছিল তাঁর ভেতর,
আমিও কিছু দিন বাঁচতে চাই কবিতায় শৃংখলাহীন বুনো স্বাধীনতার জন্য।
মেঘের আরশোলা ভেংগে আবার রোদ আসুক
ধূসর আবর্জনা সরে গিয়ে কমলা রংয়ের রাত আবার আসুক,
আমি তীব্র অপেক্ষায় থাকবো
কোন প্রশ্নচিহ্ন ছাড়াই আমি তীব্র অপেক্ষায় থাকবো
পৃথিবীর সফর শেষে
অপেক্ষার পালা শেষে
দেয়াল ভাংগার গল্প আবার আসুক …
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭