জন্ম না হলেই ভালো হত
মাটি হয়ে মিশে থাকাই ভালো ছিল
জন্ম জ্বালার ক্ষত বয়ে বেড়াচ্ছি চোখে, মুখে , অন্ত:করণের নীল খোপে।
জন্মে কি হলাম?
জন্মে বায়ু দূষণ, পানি দুষন, আত্মা দুষণ ছাড়া আর কী করতে পারলাম !
এই জন্ম আমাকে কী দিলো?
বিচ্ছেদ,-বিলাপ
উচ্ছেদ- উৎখাত এই তো!
যুদ্ধ, রক্তপাত,
লাশের পঁচা গন্ধ এই তো!
এর চেয়ে বেশি আর কী?
জন্মে দেখি
জন্মভূমি পৃথিবীতে হৃদয়ের চেয়ে ইটের গাঁথুনি ই বেশি শক্ত
নমশূদ্ররা ই এখানে ব্রাহ্মণের চেয়ারে বসে আছে
এখানে মানুষের গল্প কেউ বলে না।
জন্মে দেখি
গোলামীর আপডেটেড সফ্টওয়্যারগুলো ভাইরাল হচ্ছে
গুন্ডামী -মাস্তানিগুলো কলেরার মত ছড়াচ্ছে
মানবতা, হাহাকার ,নিষ্ঠুরতা, জুয়াখেলা সব এক ঘাটে পানি খাচ্ছে !
বৃথাই জীবনটা খরচ করে ফেললাম
আশি বছর বেঁচে বৃথাই জীবনের সলতে পুড়িয়ে গেলাম,
কী লাভ হলো জন্মে
এমন জন্ম ই কী চেয়েছিলাম?
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০২৪ দুপুর ১২:০৬