পলে পলে অনেক বেলা হয়েছে
সকাল গড়িয়ে দুপুর, দুপুর ফের রাতে মিশেছে,
কখন যে মাথার উপর থেকে আশ্রয়ের ছাঁদ সরে গেছে বুঝিনি।
রক্ত,ঘামের বিনিময়ে যে ভালোবাসা গড়ে তুলেছি কখন যে জমে ক্ষীর হয়েছে টের পাই নি,
তরতাজা অনুভূতির বাক্সময় প্রকাশ এখন ঠেকেছে কীবোর্ড আর অন্তর্জালের নীল পাতায়,
ধুরন্ধর সময় কখন যে ফাঁকি দিয়েছে হুঁশ করিনি।
চাকরেরাই মনিব জন্ম দিতে শুরু করেছে
শয়তানের সন্তানরাই এখন টাউটমুক্ত সমাজ চায়,
এক সময়ের সুবোধ বালকটি ই এখন আত্মপ্রচারের ট্রেডমিলে দৌড়ায়,
কখন যে পুবের সূর্য পশ্চিমে উদয় হয়েছে ঠাওর পাইনি।
ভাতের জন্যে লড়তে লড়তে
সন্তান উৎপাদন করতে করতে
বেঁচে থাকার মানে খুঁজতে খুঁজতে
ফুল হয়ে ফোঁটার কাল কখন যে শেষ হয়েছে তলিয়ে দেখিনি…
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৫২