একটা জীবিত কবিতা প্রসব করার দরকার
ম্যাড়ম্যাড়ে, তেলতেলে লেখা দিয়ে বই মেলায় হয়তো দুচারটে বই বের করা যাবে,
মধ্য মেধার সেলিব্রেটি হিসেবে হয়তো বাহবাও মিলবে,
ওতে আমার পোষাবে না
আমার চাই অন্য কিছু।
রক্তে-মাংসে কাঁপন ধরিয়ে দেয়া একটা গান করা দরকার
মিনমিনে, তুলতুলে গান গেয়ে হয়তো উচ্চ মহলের নেক নজরে আসা যাবে,
লেট নাইট প্রিমিয়ার শো তে হয়তো ডাক পড়বে ঘন ঘন,
ওতে আমার চলবে না
আমার চাই অন্য কিছু।
বিদ্যুতের ন্যায় একটা শক্ত ঝাঁকি দরকার
পৃথিবী শীতঘুমে বেঘোর,
শীতনিদ্রায় কল্পনার ফানুস উড়িয়ে প্রেয়সীর ঠোঁটে চুম্বন দেয়াটা খুব রোমান্টিক মনে হতে পারে,
সাময়িক উত্তেজনায় পুরো শীত রাত্রি
ফাল্গুনের পঞ্চমী চাঁদের মত লাগতে পারে,
ওতে আমার হবে না
আমার চাই অন্য কিছু।
আমি পথে তৈরি হওয়া মানুষ
পথেই শেষ হয়ে যাবো,
যখন প্রলয়ে পেতেছি আমার এই শয্যা
তখন সামান্য ঝরা পালক আঁকড়ে ধরে কী লাভ?
যখন জীবনের জরায়ু কাটা পড়েছে শত শূকরের আঘাতে
যখন রক্তের মধ্যে শুনেছি শত পিশাচের
চিৎকার,
তখন বুকের সলতে পুড়িয়ে পুড়িয়ে কোমল পানীয় টাইপ কবিতা লিখে কী হবে?
খুব জরুরী ভিত্তিতে
একটা জীবিত কবিতা প্রসব করা দরকার…
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৯