ধূসর কুয়াশা মোড়ানো শীতের মিষ্টি সকালে আবার চোখ বুলাতে চাই,
কুয়াশা ভেজা টলমলে রোদ শরীরে বেশ ওম ধরাক,
ওম জেগে উঠুক ধোঁয়া ওঠা ভাপার নারকোলি পেটে!
নির্মেদ প্রকাশ নিয়ে মাঘের প্রথম শীত আবার ঘাঁটি গাড়ুক,
ঘাঁটি গাড়ুক শত আবেগের প্রশস্ত করিডোরে,
কবিতাযাপনের অদম্য অবসেশনে কেটে যাক লম্বা লম্বা শীতার্ত রাত।
ঘন দুধে ডুবো পিঠার মৈ মৈ গন্ধে ভরে উঠুক বাংলার একশো একটি হেঁসেল ঘর,
ঝরা পাতার মরা বহরে ফিরে আসুক জবুথবু শীতের জান্তব কামড়,
হিম হিম ঠান্ডায় জুড়িয়ে যাক সমস্ত তাপিত হ্নদয়।
শরীরে থরথর ঠান্ডা মেখে খেজুর রসে হৃদয় ভেজাতে চাই,
কোটি বছরের শীতনিদ্রা ভেংগে আরেকটি শীতার্দ্র সকাল চাই,
আরেকটি শিশির ভেজা টলমলে রোদ চাই।
এই শীত সেই শীত,
এই সকাল সেই সকাল;
যে সুন্দর!
তীব্র সুন্দর!
আটপৌরে ফুটফুটে সুন্দর…
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৪