আপনি দয়া করে বলুন , সকল বস্তূর পূর্বে সর্বপ্রথম আল্লাহ তা'য়ালা কোন বস্তূটি সৃস্টি করেছেন ? নবীজী এরশাদ করলেন : নিশ্চয়ই আল্লাহ সমস্ত কিছুর পূর্বে তোমার নবীর (আমার) নূরকেই তাঁরই নূর হতে সৃষ্টি করেছেন অতঃপর ঐ নূর আল্লাহ্ তায়ালারই মর্জি মুতাবেক তাঁরই কুদরতি শক্তিতে পরিভ্রমন করতে লাগল । ঐ সময় না ছিল লৌহ-কলম , না ছিল বেহেশত-দোযখ, আর ছিলনা আসমান -যমীন , চন্দ্র-সুর্য মানব ও দানব । এক পর্যায়ে মহান আল্লাহ যখন সৃষ্টিজগত পয়দা করার মনস্থ করলেন । প্রথমেই ঐ নূর মুবারক চার ভাগে বিভক্ত করে প্রথম অংশ দিয়ে কলম , দ্বিতীয় অংশ দিয়ে লওহ , তৃতীয় অংশ দিয়ে আরশ সৃষ্টি করে চতূর্থাংশ কে পুনরায় চারভাগে বিভক্ত করে প্রথমাংশ দিয়ে আরশবহনকারী ফেরেশতাদের সৃষ্টি করলেন দ্বিতীয় অংশ দ্বারা কুরসি, তৃতীয় অংশ দ্বারা অন্যান্য ফেরেশতাদের সৃষ্টি করে চতুর্থাংশকে আবার ও চারভাগে ভাগ করে প্রথম অংশ দিয়ে সপ্তম আসমান , দ্বিতীয় ভাগ দিয়ে সপ্ত যমীন । তৃতীয় ভাগ দিয়ে বেহেশত -দোযখ । এবং পরবর্তি ভাগ দিয়ে পর্যায় ক্রমে সকল বস্তূ সৃষ্টি করেছেন ।
( ইমাম কুস্তলানী : আল মাওয়াহিবুল লাদুনিয়া ১ম খন্ড ।৭১ পৃষ্টা। ইমাম যরকানী : শরহুল মাওয়াহীব , ১ম খন্ড ৮৯-৯১ পৃষ্ঠা । হালভী : আস্সিরাতুল হালভিয়া ১ম খন্ড ৫০ পৃষ্ঠা। আল্লামা আজলুনী : কাশফুল খেফা ১ম খন্ড , ৩১১ পৃষ্ঠা । শায়খ আব্দুর রায্যাক : আল- মুসান্নাফ ।
ডাঃ তাহেরুল কাদেরী: খাছাইছে মুস্তফা । নাভানী : আল, আনওয়ারূল মুহাম্মাদিয়া ১৩ পৃষ্ঠা । ইস্তাম্বুল থেকে প্রকাশিত , ইমাম আহমদ রেযা খান রাহমাতুল্লাহে আলাইহি : সালাতুস সফা ।)
void(1);
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:২৬