আমি দেশের লাগি অনেক ভাবি সৃষ্টিতে
সব ক্ষেত্রেই আমার মিশে রয় অবদান
আর স্বার্থান্বেষী মহল দুর্নীতিতে হয় চ্যাম্পিয়ান ।
আমি দেখাই আইনের দিক নির্দেশ
আর জালিয়াতি মহল ভঙ্গ করে আইন
দেশের বাজায় বার টা উল্টো ধরে ফাইন ।
আমি সাম্য ও ন্যায়ে গড়ি একতায় শুশিল সমাজ
আর ভণ্ডরা নিজ স্বার্থের জন্য ঘটায় জঞ্জাল
মানুষের মনে দেয় যাতনা আনে কুমির কেটে খাল ।
আমি সত্য কথা জনতার কানে দেই তুলে
বিভ্রান্ত মিথ্যাবাদিদের গাঁ জ্বলে ।
২
আমি লেখক সেটা মজ্জাগত সবার জানা
মতলব বাজ রা কয় বেটা ভণ্ড অচেনা ।
আমি দিলাম দুলাইন উগ্রে খাসা
কয় বেটা আস্ত পাগল কোথায় যে বাসা ।
আমি গেলুম বিদ্যালয়ে দেখাই নজরুল এর ছবি
হল প্রমানিত এই সেই বিদ্রোহী কবি ।
৩ ।রাখী রাখি
রাখি ঝাঁকড়া চুল বাবরী দুলানো
অনেকেই কয় বাউল শুনাও গান মন ভুলানো ।
মনে মনে হাসি অবিনাশি সুর তুলে
পাটকের মন জুগাই মমতা খুলে ।
ধর্মের বয়ান শুনে অনেকেই কয় মাওলানা
অনেকেই দেয় দাওয়াত ,করি গিয়ে প্রার্থনা ।
অনেক শিশুরা নিস্পাপ আবেশে গা ঘষে
গল্প কাহিনী যাই শুনিয়ে ওরা ফুলের মত হাসে ।
আর অনেকেই কয় খেয়ে দেয়ে নেই কাজ
কি করে বুঝাই বিদ্রোহী এ মন গড়ে লয় সুসভ্য সমাজ ।
মানুষ অশান্ত আর কত রবে বাক স্বাধীনতা রুদ্ধ
বিদ্রোহী মন চিৎকার দিয়ে উটে , কেন মিথ্যা অন্যায় এ যুদ্ধ ।