একবিংশ শতকের দরজায় কড়া নেড়ে কবিদের প্রান শুধু
ত্রাহি ত্রাহি নিভু নিভু আধারের গন্তব্য ছাড়িয়ে কি খুজে ?
সুদুর অসীম জিজ্ঞাসার মুখুমুখি কোন স্বপ্ন নীল নয়না
তাও ভোগের পন্য ভেবে দূর হতে নাওনি টেনে সন্নিকটে ,
তবে কিসের এ যাত্রা উচ্ছন্ন দাবদাহে হয়ে কয়লা
নিজে জ্বলে পুড়ে ছাই আর অন্যর গন্তব্য যেন সহজবোধ্য
হয় বসে সাধনায় মুল্যবান সময় বিন্দু পরিমাণ করনিকো ক্ষয় ।
আর তাদের নিয়ে অভিমত আসে কানে
এত লিখে কি লাভ রয় বা কি মানে ।
পাটকের মন্তব্য চাই /
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:৪১