আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরন করিওনা নিশ্চই শয়তান
তোমাদের প্রকাশ্য শত্রু । আল কোরআন
আদম আ এর তওবা কবুলের পর তারা সুখে শান্তিতে দুনিয়ায়
বসবাস করতে লাগল । আবারও শয়তান কটিন দাগাবাজি শুরু
করল । বহুদিন নিঃসন্তান আদম আ ও হাওয়া আ সন্তান কামনায়
চটপট করছিলেন , এই সুযোগে শয়তান বুড়ির বেশ ধরে
তার কবিছি আত্মাকে এক অপরূপ শিশু বানিয়ে হাওয়া আএর কুলে সমর্পণ করলেন , সুন্দর মায়াবি শিশুটিকে দেখে হাওয়া আ
যারপরনাই খুশি হল এবং বলল হে বুড়ি তুমি কে । আমি বহুদিন
যাবত এইখানে থাকি এই সন্তান টি এতিম ভাবলাম কেউ যদি
দয়া দাক্ষিন্য করে পুস্য রাখে বড় উপকার হত ।
হাওয়া আ এর মন গলে গেল তিনি শিশুটিকে নিজের হেফাজতে নিয়ে বুড়িকে বিদায় দিলেন ।
আদম আ শিশুটিকে দেখে চমকে উ ট লেন বিবি হাওয়া কোথায়
ফেলে এই মায়াময় অতি সুন্দর বালক । হাওয়া আ সব খুলে
বললেন , আদম আ এর মনে সন্দেহ জাগল হে আল্লাহ আমরা কি
আবারও তোমার পরীক্ষার সম্মুখিন কিনা ।
গাইবি আওয়াজ এল হে আমার প্রিয় বান্ধা সাবধান জানিও এও
শয়তানের মস্ত বড় চাতুরী তারাতারি শয়তানের সৃষ্ট পুত্র কবিছ
কে লয়ে পাহাড়ে অবস্থান কর এবং চার টুকরা করে চারদিকে পুতে
রাখ নয়ত তোমাদের ঈমানের মস্ত বড় ক্ষতি সাধিত হবে ।
আদম আ তাই করলেন এবং শান্তিতে বসবাস করতে লাগলেন ।
আরও কিছুদিন পর শয়তান কবিচ আত্তাকে একত্র করে সুন্দর
শিশু রূপে আদম ও হাওয়া আ কে কা