রাত ১০টা। সুলেখা (ছদ্দনাম) ছেলের পড়ার পাঠ শেষ করেছে মাত্র। প্রতিদিন পড়া শেষে মা ছেলে কম্পিউটারে গেমস খেলে। অয়ন সুলেখার একমাত্র সন্তান। ক্লাস ফোরে পড়ছে। খুব চটপটে স্বভাবের, প্রশ্ন করতে পটূ। গেমস খেলতে খেলতে সুলেখাকে প্রশ্ন করল-
--আচ্ছা মামনি, মা কথাটি কোথা থেকে এসেছে?
সুলেখার উত্তর জানা নেই। কখনো জানার প্রয়োজন হয় নি । সুলেখা ছেলের উত্তর জানতে গুগলে ‘মা’ লিখে সার্স দিল।তার পরের ঘটনার জন্য তিনি প্রস্তুত ছিলেন না।
অয়নঃ মামনি,মা ছেলের রসালো গল্প কি? চটি গল্প কাকে বলে? আমাকে একটি চটি গল্প শোনাবে?
উপড়ের ঘটনাটি মনগড়া কোন গল্প নয়। গত মে, মাকে নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম। গুগলে মা লিখে সার্স দিলে প্রথম ১০টা সাইটের মধ্যে ৮ টা সাইটই আসে বাংলা চটী সাইট। সুলেখা(ছদ্দনাম) নামের এক ভদ্রমহিলা ঐদিন আমাকে ইনবক্সে উপড়ের ঘটনাটি জানায়। তার মানে হচ্ছে, এরকম বিব্রতকর পরিস্থিতিতে আরো অনেকেই পড়েছেন। কেউ কেউ এড়িয়ে গেছেন , কখনোবা কেউ ঘটনাটির লজ্জ্বা গিলে খেয়েছেন। কিন্তু আর কত? ওই ছেলেই হয়তো কৌতূহলবসত অজান্তেই মা-ছেলের চটি গল্প পড়ে ফেলেছেন।
তাহলে মায়ের অবস্থানটা আমাদের কাছে ঠিক কোথায়? মা কে নিয়েই চটি লিখছি, রসালো গল্প ফাঁদছি, আগ্রহ দিয়ে পড়ছি, আবার মা দিবসে সে মায়েরই পূজা করছি!!
মা দিবসে এদেশের হর্তাকর্তাদের কাছে বিশেষ অনুরোধ, মায়ের অবস্থানটা ফিরিয়ে দিন। গুগল থেকে মা নিয়ে চটি গল্পগুলো বন্ধ করুন। আমাদের মায়েদের নিয়ে এমন লিখা আর দেখতে চাই না।
মাকে ভালোবাসি বলেই কলঙ্কিত হতে দেব না।