বাংলাদেশে প্রযুক্তি সবচেয়ে বেশি কুলষিত করেছে "মা" কে!! শুনতে অবাক লাগছে? লাগাটাই স্বাভাবিক। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার গুগলে গিয়ে "মা" লিখে সার্স দিন।
পেয়েছেন? এবার বিশ্বাস হচ্ছে তো? প্রথম ১০ টি সাইটের মধ্যে উইকিপিডিয়া বাদে একটিতেও আপনি একবারের বেশি চোখ বুলাতে পারবেন না। শরীরে কাটা দিয়ে উঠবে। একজন মায়ের সন্তান হিসাবে আপনি এটা মেনে নিতে পারবেন না কখনোই।
এবার আসল কথায় আসি। আগেই বলেছি একজন মায়ের সন্তান হিসাবে আপনি এটা কখনোই মেনে নিতে পারবেন না। অথচ, এ সাইটগুলো কিন্তু আমার-আপনার মতই কোন মায়ের সন্তানের হাতেই তৈরি। আর যারা মাকে নিয়ে রসালো গল্পগুলো পড়ছে আর গোপনাঙ্গ চুলকাচ্ছে, তারাও কোন না কোন মায়েরই সন্তান। সন্তান নয়, কুলাঙ্গার সন্তান।
ধরুন আপনি এ ব্যাপারটা জানেনই না। হঠাৎই আপনার স্কুল পড়ুয়া ছেলে-মেয়ে কিংবা ভাই-বোনকে নিয়ে কৌতুহল বশত মা কে নিয়ে গুগলে সার্স দিলেন! এর পরের অবস্থাটা ভাবুন একবার! কি শেখালেন প্রজন্মকে? মা-ছেলের রসালো গল্প!!
এবার আসি এ ব্যাপারে কতৃপক্ষের ভুমিকায়। এ পর্যন্ত কোন দায়িত্ববান
ঊর্ধ্বতন কর্মকর্তার এ ব্যাপারটা নজরে পরেনি, এটা মানতে পারবো না। হয়তো এড়িয়ে গেছে। হয়তো এতোটুকু নিশ্চয়তা আছে, তার ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে আর যাই করুক মা নিয়ে গুগলে সার্স দেবে না! প্রয়োজন পরলে Mother লিখে সার্স দিতে পারে। আর এটুকু জানা আছে, ইংরেজরা এতোটা অসভ্য নয়।
শুধু এটুকুই বলবো, এগুলো বন্ধ করুন। নতুবা এ বিষ একদিন দেশ জুরে ছড়িয়ে পরবে। তখন আপনি নিজেও হতে পারেন মা-ছেলের রসালো গল্পের ভুক্তভোগী !!