তোমার আমার দূরত্ব এখন আকাশ চুম্বী।
সহস্র বছরের চেনা তুমি আজ,
ষ্টেশন থেকে ট্রেন হারিয়ে যাওয়ার মতই ধূসর।
আমি অনুভবের উপলব্ধিতে অঙ্কুরে গাঁথি ভালোবাসার অস্তিত্ব।
দন্ডিত যুবক মহাদৃষ্টিতে দেখে,
রাতের আপন আলোর অস্তিত্বের বিলীন।
সেও আবার রাতের আঁধারে।
তোমার আমার স্বপ্ন এখন বিপরীতমুখী।
তুমি আকাশের বুক ফেরে সূর্য আর চাঁদকে
রাখতে চাও দু হাতের মুঠোয়।
আর আমার সীমাবদ্ধতা আমাকেও অতিক্রম করে না।
আমার স্বপন আটকে থাকে তোমাকে ছোঁয়া অবধি।
দন্ডিত যুবক স্মৃতির ইন্দ্রজাল থেকে
বেরুতে না পেরে একাকী হাঁটে লক্ষ ক্রোশ।
সেও আবার রাতে আঁধারে।
তোমার আমার স্মৃতিগুলো জুয়াড়ির মতো।
একবার তোমাকে জেতায়, পরক্ষনেই আমাকে।
সময়ের স্রোতের ভেলায় বদলে গেছি দুজনেই।
যখন আমি তোমাকে চাই, তুমি হয়ে ওঠো অভিজাত রমনী।
যখন তুমি আমাকে চাও,
আমি তোমাতে পৌছাতেই,
আমার প্রয়োজন তোমার কাছে ফিকে হয়ে যায়।
নিউটনের মধ্যাকর্ষণ সুত্র ঠিকঠাক জানি না আমি,
শুধু এইটুকু জানি তুমি আমাকে আজীবন তোমার দিকে টানছো।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪