দেশের ঢাকা সহ বিভিন্ন জেলায় যেরকম উদ্যোগে বাংলা ব্লগ দিবস পালিত হবে , আমরা হয়তো সেভাবে ঘটা করে পালন করতে পারব না । আহামরি কিছু না হলেও,বন্ধুসুলভ পরিবেশে শুধু ব্লগ বিষয়ক কথাবার্তাই নয় , ব্লগারদের মধ্যে পারস্পরিক চেনা জানা’ই মুলত এর উদ্দেশ্য ।
অনেকেই অই দিন ব্লগ ডের জন্য অনেক কিছু চিন্তা করে রেখেছেন । আসেন একটু শেয়ার করি কিভাবে দিনটিকে সুন্দর আনন্দময় ও ভালো ভাবে উদযাপন করা যায়।
কোথায় কিভাবে এই ব্লগ ডে উদযাপন করা যায়, এ ব্যাপারে রাজশাহীতে অবস্থানরত ব্লগারদের মতামত প্রয়োজন । চলুন আমরা সবাই মিলে একদিন কোথাও বসে চা খাই আর ব্লগ ডে নিয়ে আলোচনা করি।রাজশাহীর ব্লগারররা এই পোষ্টে এসে কমেন্ট করে জানিয়ে গেলে ( কিভাবে কি করা যায় ) খুবই ভালো হয় । কে কে আসছেন ? কোথায় করা যায় ? ইত্যাদি ।
ছোটখাটো আয়োজন কি আমরা করতে পারিনা..সকল ব্যাস্ততার মাঝে আমরা কি একটু সময় কোথায় বসতে পারিনা । যারা রাজশাহী তে আছেন আসুন সময় করে কোথাও বসি..।
আমার FB Link
আমার মোবাইল নামবার 01764000543
আমি যদি অনিবার্য কোন কারনে ফোন পিক করতে নাও পারি , আমি কল ব্যাক করব , নিশ্চিত
পোস্ট নিয়মিত আপডেট হবে । সবাইকে শুভকামনা এবং ব্লগ ডে’র আগাম শুভেচ্ছা রইল ।
সার্বিক সহযোগিতায়
নিয়েল ( হিমু ), ঘুড্ডির পাইলট ,
তরুন সৈনিক ও অপূর্ন
রাজশাহীর ব্লগার ভাইয়া ও আপুদের কে মন্তব্য করার অনুরোধ করছি
স্থানঃ প্রকৃতির এক অপার সৌন্দর্যের জায়গা পদ্মার পারে
সময়ঃ ( এখনও ঠিক করা হয় নি , আলোচনার মাধ্যমে ঠিক হবে )
যারা যারা আসবেন বলে জানিয়েছেন
০১) ইউসুফ আলী রিংকু
০২) ভুলো মন
০৩) পলক শাহরিয়ার
০৪) মো: আবু জাফর
০৫) আমি বাঁধনহারা
০৬) মুশাসি ভাই
০৭) তততততততততততততততত
০৮) সাংবাদিক সেলিম জাহাঙ্গীর ভাই
০৯) আশিকুর রহমান অমিত
১০) গ্রেটার রোড
১১) স্বপ্নবিলাসী
১২) মদন
১৩) সহজ সরল ছেলে
১৪) মিআমি
১৫) তারছিড়া
১৬) শাকিলা জান্নাত
১৭) মূলহীন
১৮) আশিকুর রহমান অমিত
১৯) মাহমুদুর রাহমান
২০) রাতুল_শাহ
২১) মিলটন
২২) ভোরের রোদ
২৩) তন্দ্রা বিলাস
২৪) শাহাদাত রুয়েট
২৫) ডি মুন
২৬) অরোন্য
২৭) বয়ানবাজ
২৮) একাকি একজন
২৯) মিনহাজুল হক শাওন
৩০) পানকৌড়ি
৩১) আকাশদেখি
বিশেষ কৃতজ্ঞতাঃ ব্লগার আমিনুর ভাই ।